Advertisement

খেলা

IPL 2021 : ধোনির ক্ষুরধার বুদ্ধির কাছে নতি স্বীকার করলেন রাহুল

কৌশিক বিশ্বাস
  • 16 Apr 2021,
  • Updated 11:37 PM IST
  • 1/7

অবশেষে একটা লম্বা স্বস্তি নিঃশ্বাস! শেষপর্যন্ত চলতি আইপিএল টুর্নামেন্টে জয়লাভ করল চেন্নাই সুপার কিংস। অর্থাৎ এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই একমাত্র দল, যারা চলতি টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। তবে চেন্নাইয়ের এই জয়ের ভিতটা কিন্তু তৈরি করে দিয়েছিল দীপক চহ্বার। পঞ্জাব কিংসের টপ অর্ডারের প্রথম পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে চারজনের উইকেটই তিনি তুলে নেন। আর সেকারণেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলতে পারে প্রীতি জ়িন্টার দল। আর ব্যাট হাতে বাকি কাজটুকু সেরে ফেলেন মইন খান এবং ফাফ ডু প্লেসি।

  • 2/7

ম্যাচ জেতার পর মইন খান বললেন, "এই দুটো পয়েন্ট আমাদের দলের কাছে খুব দরকার ছিল। এটা একটা অসাধারণ জয়। আমি ব্যাট করতে নেমে খেলাটাকে শুধুমাত্র উপভোগ করেছি। এমএস আমাকে শুধুমাত্র পরামর্শ দিয়েছিল উইকেটে সময় কাটাতে, আর জোরে শট না মারতে। তিন নম্বরে ব্যাট করতে নেমে আমি নিজের ব্যাটিংটা দারুণ উপভোগ করেছি। ইংল্যান্ড ক্রিকেট দলে যদি কখনও উপরে ব্যাট করার সুযোগ পাই, তাহলে অবশ্যই করব। আমি নিজের মনোঃসংযোগের ওপর জোর দিচ্ছিলাম এবং নেটে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আমি কোনওদিন বিগ হিটার ছিলাম না। শুধুমাত্র বলটাকে টাইম করার চেষ্টা করেছি। আমাদের দলের বোলাররাও দারুণ পারফরম্য়ান্স করেছে।"

  • 3/7

অন্যদিকে আজকের ম্যাচ হারার পর পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুল বললেন, "আমার বেশি কিছু বলার নেই। প্রথম ৬-৭ ওভারের মধ্যে যখন আমরা পাঁচটা উইকেট হারিয়ে ফেলি... ম্যাচটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। উইকেটে বল পড়ার পর ধীর গতিতে ব্যাটে আসছিল। নাকল বল করে দীপক দুটো উইকেট শিকার করেছে। আমি নিজে রান আউট হয়েছি। এটা ১১০ হওয়ার মতো উইকেট নয়। এখানে কমপক্ষে ১৫০-১৬০ ওঠে। সবথেকে গুরুত্বপূর্ণ হল এই পরাজয় থেকে আমরা কী শিখতে পারলাম। এই শিক্ষাকে আমরা পরের ম্যাচে কাজে লাগাতে চাই।"

  • 4/7

আজ টসে জেতার পর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলতে পারে। জবাবে চেন্নাইয়ের শুরুটাও ভালো হয়নি। ১৬ বলে মাত্র ৫ রান করে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড়। এরপর দলের হাল ধরেন ফাফ ডু প্লেসি এবং মইন খান। ফাফ ৩৩ বলে ৩৬ রান করেন এবং মইন করেন ৩১ বলে ৪৬ রান। চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। অবশেষে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়লাভ করে ধোনি ব্রিগেড।

  • 5/7

ম্যাচ জেতার পর ধোনি বললেন, "খুব ভালো লাগছে। এটা একটা লম্বা রাস্তা (চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০ ম্যাচ খেলা)। ২০০৮ সালে এই যাত্রাটা শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকা, দুবাই হয়ে আবারও দেশের মাটিতে। কোনওদিন ভাবিনি মুম্বই আমাদের হোম গ্রাউন্ড হবে। ২০১১ সালে শেষবার চেন্নাই উইকেট নিয়ে আমরা খুশি ছিলাম। তাছাড়া এই উইকেটে যথেষ্ট স্পিন রয়েছে। ফাস্ট বোলারদেরও যথেষ্ট সাহায্য করেছে। এটা সত্যিই খুব ভালো উইকেট।"

  • 6/7

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, "আজ বল অনেকটাই মুভ করেছে। কিন্তু, আমরা সেভাবে সুইং করাতে পারিনি। আজ মাঠে একেবারেই শিশির পড়েনি এবং যথেষ্ট ভালো সিম মুভমেন্ট হচ্ছিল। ও (চহ্বার) একজন পরিণত ডেথ বোলার। ডেথ ওভারে ভালো বোলিং করেছে ব্রাভোও। এতে লুকোছাপা কিছু নেই। পাশাপাশি আমাদের এও মনে হয়েছিল যে মইন যদি উপরে ব্যাট করতে আসে, তাহলে ওকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারব। মইনের টাইমিংটা খুব ভালো। প্রত্যেকটা শটই ও ব্যাকরণ মেনে খেলে।"

  • 7/7

 আজ দীপক চহ্বারকে ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে। পুরস্কার নিতে এসে তিনি বললেন, "আজ প্রথম উইকেটটা (ময়াঙ্ক আগরওয়াল) পেয়েই আমি উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম। ওটা আমার কাছে স্বপ্নের ডেলিভারি ছিল। আশা করি সকলের কাছেই তাই হবে। প্রথম ওভারেই একটা ক্যাচ ঋতুরাজের কাছে গিয়েছিল, কিন্তু জাড্ডু ছাড়া ওটা কারোর পক্ষে ধরা সম্ভব ছিল না। আমার বলে ও বহু ক্যাচ ধরেছে। প্রথম ওভারে আমার বোলিংই গোটা ম্যাচের সুর বেঁধে দিয়েছিল। সেইসঙ্গে আমারও দায়িত্ব বেড়ে গিয়েছিল। গত চার বছর ধরে মাহি ভাই আমার ওপর যে আস্থা রেখেছে, তার পূর্ণ মর্যাদা আজ আমি দিয়েছি। একজন বোলারের কাছে সবসময়ই একটা পরিকল্পনা থাকে। আমার পরিকল্পনা ছিল, যদি টি-২০ ক্রিকেটে উইকেট নাও পাই তাহলে পাওয়ার প্লে চলাকালীন যতটা সম্ভব ডট বল করার চেষ্টা করব।"

Advertisement
Advertisement