রবিবারের সন্ধ্যাবেলা অসাধারণ একটা ম্যাচের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। আজ পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাস্ত করল দিল্লি ক্যাপিটালস। ৯ বল বাকি থাকতেই আজ দিল্লি এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।
১৯৫ রান তাড়া করতে নেমে আজ শুরু থেকেই মারমুখী মেজাজে ছিল ঋষভ পান্থের দল। দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান ৩৩ বলে ৫৯ রানের ওপেনিং জুটি গড়ে তোলেন। ১৭ বলে ৩২ রান করে পৃথ্বী ফিরলেও, ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন শিখর। মাত্র ৩১ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। মাত্র ১০.১ ওভারেই ১০০ রানের চৌকাঠ স্পর্শ করে দিল্লি। আজ চলতি মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন স্টিভ স্মিথ। কিন্তু, ব্যাট হাতে তিনি ব্যর্থ হন। ১২ বলে মাত্র ৯ রান করেন তিনি।
স্মিথ ফিরে গেলে ব্যাট করতে নামেন অধিনায়ক ঋষভ পান্থ। আজ তিনি কার্যত দর্শকের ভূমিকায় ছিলেন। কারণ উল্টোদিকে তখন মারমুখী মেজাজে শিখর ব্যাট চালিয়ে যাচ্ছেন। পান্থের সঙ্গে তৃতীয় উইকেটে ২৫ বলে ৪৫ রানের যুগলবন্দি করেন ধাওয়ান। ১৬ বলে ১৫ রান করে পান্থ ফিরে যাওয়ার পর মাঠে নামেন মার্কাস স্টোয়েনিস। ১৪.৫ ওভারে ঝাই রিচার্ডসনের একটা স্লোয়ার ডেলিভারিতে মিডল স্টাম্প ছিটকে যায় শিখর ধাওয়ানের। ৪৯ বলে ৯২ রান করে ফিরতে হয় দিল্লির এই ওপেনারকে। কিন্তু, ততক্ষণে ম্যাচ অনেকটাই দিল্লির নিয়ন্ত্রণে চলে এসেছে। অবশেষে ব্যাট করতে নামেন ললিত যাদব। ললিত (৬ বলে ১২ রান) এবং স্টোয়েনিস (১৩ বলে ২৭ রান) সহজেই বাকি রানটুকু করে ফেলেন।
ইতিপূর্বে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পান্থ। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের যে ব্যাটিং বিপর্যয় দেখতে পাওয়া গিয়েছিল, আজ সেই ব্যর্থতা ভুলে তারা ঘুরে দাঁড়িয়েছে। দলের দুই ওপেনারই দুরন্ত অর্ধশতরান করলেন। গত মরশুমে পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুল কমলা টুপি অর্জন করেছিলেন, এবারও তিনি সেই দৌড়ে নাম লেখাবেন বলে আশা করা যায়। আজও তাঁর ব্যাট থেকে দুরন্ত একটা হাফসেঞ্চুরি বেরিয়ে এল। ৫১ বলে ৬১ রান করলেন তিনি। অন্যদিকে, এতদিন ধরে যে ব্যাটিং ফর্মটা খুঁজে যাচ্ছিলেন ময়াঙ্ক আগরওয়াল, আজ তিনিও যেন সেটা ফিরে পেলেন। মাত্র ৩৬ বলে তিনি ৬৯ রান করলেন। সাতটা বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
অন্যদিকে আজ ব্যাট হাতে যথেষ্ট নিষ্প্রভ লেগেছে দলের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। আজ গেইল মাত্র ৯ বলে ১১ রান করেছেন। তারমধ্যে অবশ্য একটা লম্বা ছক্কা রয়েছে। এছাড়া দীপক হুডা করলেন ১৩ বলে ২২ রান, নিরোলাস পূরাণ ৮ বলে ৯ রান এবং শাহরুখ খান ৫ বলে ১৫ রান করেছেন। প্রীতির দলের হয়ে শাহরুখের এই ব্যাটিং পারফরম্যান্স সকলেরই নজর কেড়েছিলেন।
আজ পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুলের জন্মদিন। তিনি হয়ত আশা করেছিলেন, এই ম্যাচটা জেতার পর হোটেলে গিয়ে জন্মদিনের কেকটা কাটবেন। কিন্তু, দিল্লির ধামাকাদার ব্যাটিং তাঁর জন্মদিনের উদযাপনকে যারপরনাই নিষ্প্রভ করে দিল। আপাতত ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে মাত্র ২ পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরে সাত নম্বরে রয়েছে পঞ্জাব কিংস।