Advertisement

খেলা

IPL 2021 : রোহিতের এই পাঁচটা রেকর্ড, আজও ভাঙতে পারেনি কেউ!

কৌশিক বিশ্বাস
  • 09 Apr 2021,
  • Updated 5:48 PM IST
  • 1/6

রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যিনি ৬বার আইপিএল খেতাব জয় করেছেন। গত বছর অক্টোবর মাসে তিনি শেষ আইপিএল খেতাবটি জয় করেন। ২০০৮ সালে আইপিএল যখন শুরু হয়েছিল, ততদিনে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হয়ে গেছেন। ভারতের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ধামাকাদার পারফরম্য়ান্সের পর আইপিএল টুর্নামেন্টেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া ছিল। আজও সেই জনপ্রিয়তা একই রকমভাবে রয়ে গেছে।

আজকের এই প্রতিবেদনে আমরা রোহিত শর্মার পাঁচটি এমন রেকর্ড নিয়ে আলোচনা করব, যা আর কারোর দখলেই নেই।

  • 2/6

৫. সবথেকে বেশি খেতাব জয় - ৬

রোহিত শর্মার এই রেকর্ডটির কথা আশা করি আপনারা সকলেই জানেন। এখনও পর্যন্ত তিনি ছ'বার আইপিএল খেতাব জয় করেছে। আশা করা যায়, আগামীদিনে এই সংখ্যাটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে তিনি প্রথমবার আইপিএল খেতাব জয় করেন। 

২০১৩ সালে তিনি দ্বিতীয়বার মুম্বই ইন্ডিয়ান্সকে খেতাব এনে দেন। এরপর ২০১৫ এবং ২০১৭ সালেও তিনি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জয় করেন। প্রথমটি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আর দ্বিতীয়টি রাইজ়িং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধে। অবশেষে ২০২০ সালে তিনি মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে নাম লেখালেন যিনি পরপর দু'বছর আইপিএল ট্রফি নিজের কাছে ধরে রাখলেন।

  • 3/6

৪. তিনটে আলাদা দেশে ট্রফি উত্তোলন

এটা রোহিত শর্মার আইপিএল কেরিয়ারে একটা বিশেষ রেকর্ড। তিনি দক্ষিণ আফ্রিকা, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেতাব জয় করেছেন। ২০০৯ সালে ভারতে নির্বাচন চলার জন্য আইপিএল টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছিল। এছাড়া গত মরশুমে করোনা মহামারীর কারণে এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়। এই দুই দেশে ট্রফি জয় করার পাশাপাশি তিনি ভারতেও বাকি চারবার ট্রফি জয় করেছেন।

  • 4/6

৩. শতরান এবং হ্যাটট্রিক

আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে রোহিত শর্মাই একমাত্র ক্রিকেটার যাঁর দখলে হ্যাটট্রিক করার পাশাপাশি শতরানের রেকর্ডও রয়েছে। ২০০৯ সালে তিনি এই টুর্নামেন্টে অফস্পিন বল করতে শুরু করেন এবং ১১টি উইকেট নেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে এমন একটা সময় তিনি হ্যাটট্রিক করেছিলেন যখন জেতার জন্য ২৫ বলে ৪৩ রান দরকার ছিল।

পরপর দু'বলে তিনি অভিষেক নায়ার এবং হরভজন সিংয়ের উইকেট শিকার করেছিলেন। পরবর্তী ওভারের প্রথম বলেই তিনি জেপি ডুমিনিকে তুলে নেন। এরপর ২০১২ সালে ব্রেট লি, শাকিব-আল হাসান এবং জ্যাক কালিসের মতো বোলারদের পিটিয়ে তিনি শতরান করেছিলেন।

  • 5/6

২. আইপিএলের প্রত্যেকটা মরশুমেই হাফসেঞ্চুরি

এটা রোহিতের ঝুলিতে আরও একটা বিশেষ রেকর্ড। রোহিত শর্মাই আইপিএলের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান যিনি বিগত ১৩টা মরশুমেই অন্তত একটি করে হাফসেঞ্চুরি করেছেন। ২০০৮ সালে দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে তিনি প্রথম হাফসেঞ্চুরি করেন। সেই ম্য়াচে ৩৬ বলে ৬৬ রান করেছিলেন তিনি।

২০০৮ সালে রোহিতের ব্যাট থেকে আরও দুটো হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছিল, কিন্তু ২০০৯ সালে একটাই মাত্র পঞ্চাশ করেন তিনি। ২০১৬ সালটা রোহিতের কেরিয়ারে অন্যতম উজ্জ্বল একটি বছর। কারণ এই মরশুমে তিনি পাঁচটি হাফসেঞ্চুরি করেছিলেন। তাঁর শেষ হাফসেঞ্চুরিটা এসেছিল ২০২০ সালের আইপিএল ফাইনালে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি হাফসেঞ্চুরি করেন।

  • 6/6

১. একটি নির্দিষ্ট বিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি রান

ইডেন গার্ডেন্সকে রোহিত শর্মা যে কতটা ভালোবাসেন, সেটা আজ আর কারোর কাছেই অজানা নয়। রোহিতের অধিকাংশ ধামাকাদার ইনিংসই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ক্রিকেটের এই নন্দনকাননে এসেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিত ছ'টি হাফসেঞ্চুরি এবং একটি শতরান হাঁকিয়েছেন। কেকেআর ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে রোহিত মোট ৯৩৯ রান করেছেন যা কোনও একজন ক্রিকেটারের পক্ষে করা একটি নির্দিষ্ট বিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি রান। আসন্ন আইপিএল টুর্নামেন্টে রোহিত কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১,০০০ রানের চৌকাঠও অতিক্রম করতে পারেন। সেক্ষেত্রে দুটো ম্যাচে তাঁকে ৬১ রান করতে হবে।

Advertisement
Advertisement