Advertisement

খেলা

"বাবার পয়সা নষ্ট করছ", মহিলার কমেন্টে যোগ্য জবাব সারা তেন্দুলকরের

Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Apr 2021,
  • Updated 7:26 PM IST
  • 1/5

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্দুলকরের মেয়ে সারা তেন্দুলকরের সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে। তিনি ইনস্টাগ্রামে যথেষ্ট সক্রিয় থাকতে ভালোবাসেন। সারার শেয়ার করা একটা পোস্ট যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তিনি হাতে একটা কফি কাপ নিয়ে ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন - “@Bluetokaicoffee saves lives” ("ব্লুটোকাইকফি জীবন দান করে।")

  • 2/5

সারার এই পোস্টটা এক মহিলা ফ্যানের খুব একটা পছন্দ হয়নি। তিনি সারাকে নিয়ে মজা করার চেষ্টা করেন। ওই মহিলা খানিক ব্যাঙ্গের সুরে কমেন্ট করেন যে সারা যেন তাঁর বাবার পয়সা অনর্থক অপচয় না করেন। এরপর সারাও ওই মহিলাকে যোগ্য প্রত্যুত্তর দেন।

  • 3/5

তিনি মহিলাকে ট্যাগ করে ওই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন। জবাব দিতে গিয়ে সারা লেখেন, "কফির জন্য যে পয়সা খরচ হয়েছে, সেটা পয়সাটাকেই সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। এটাকে কখনই অপচয় বলে না (সেটা যে কেউ হোক না কেন)।" ওই মহিলা সারা ছাড়াও অর্জুন তেন্দুলকরকে নিয়েও কটাক্ষ করেছেন।

  • 4/5

আইপিএল নিলামে মাত্র ২০ লাখ টাকায় বিক্রি হয়েছেন অর্জুন তেন্দুলকর। সেটা নিয়েও ওই মহিলা কটাক্ষ করতে ছাড়েননি। মহিলা লিখেছেন, "সবথেকে সস্তা ক্রিকেটার।" এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমে অর্জুনকে মাত্র ২০ লাখ টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।

  • 5/5

হতে পারে চলতি মরশুমে অর্জুন তেন্দুলকর অভিষেকও করবেন। আপাতত তিনি মুম্বই ইন্ডিয়ান্সের নেটে কঠোর পরিশ্রম করছেন। আইপিএল টুর্নামেন্টের চারটে মরশুমে সচিন মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু, তিনি একবারও দলকে জেতাতে পারেননি।

Advertisement
Advertisement