Advertisement

খেলা

অবসর ভেঙে দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে পারেন মিস্টার ৩৬০!

কৌশিক বিশ্বাস
কৌশিক বিশ্বাস
  • বেঙ্গালুরু,
  • 19 Apr 2021,
  • Updated 6:45 PM IST
  • 1/4

জামাইকার তারকা দৌড়বিদ ইয়োহান ব্লেকের ক্রিকেটের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। তাঁর একান্ত ইচ্ছে, এবি ডিভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে আবারও যেন ফিরে আসেন। এবং সেইসঙ্গে আগামী টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেন। চলতি বছরের শেষের দিকে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। সেই টুর্নামেন্টে খেলার জন্য ডিভিলিয়ার্স নিজেও যথেষ্ট আগ্রহী। তিনি জানিয়েছেন, আইপিএল শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ মার্ক বাউচারের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন।

  • 2/4

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইয়ে আয়োজিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অমন ধামাকাদার ইনিংস দেখার পর ব্লেক টুইট করেন। সেখানে তিনি লেখেন, "বাহ, ডিভিলিয়ার্স একজন অন্য স্তরের ক্রিকেটার। তোমার মতো একজন খেলোয়াড়ের দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের যথেষ্ট প্রয়োজন রয়েছে।" ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ব্লেক অলিম্পিক টুর্নামেন্টে রুপো জয় করেছিলেন। ইতিপূর্বে তিনি বিরাট কোহলি এবং ডিভিলিয়ার্সের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

  • 3/4

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ডিভিলিয়ার্স। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের জয়ের পর তিনি বলেন, "আমাদের আইপিএল চলাকালীন কিছু কথাবার্তা সেরে নেওয়া উচিত। তবে হ্যাঁ, আমি ব্যাপার নিয়ে আগে থেকেই মুখ খুলছি।

  • 4/4

৩৭ বছর বয়সি এই ক্রিকেটার পাশাপাশি এও বললেন, "যদি দলে আমার জন্য কোনও জায়গা না হয়, তাহলে কোনও ব্যাপার নয়। যদি আমি দলে যোগ দিতে পারতাম, যদি দলে আমার জন্য জায়গা হত, তাহলে ব্যাপারটা খুবই ভালো হত। আইপিএলের শেষে আমি বাউচির (মার্ক বাউচার) সঙ্গে আলোচনার অপেক্ষা করছি। সেই অনুসারে আমি পরবর্তী পরিকল্পনা তৈরি করব।"

Advertisement
Advertisement