Advertisement

খেলা

ম্যাক্সি ঝড়ের পর ডি'ভিলিয়ার্সের কালবৈশাখী, রানের পাহাড়ে ব্যাঙ্গালোর

কৌশিক বিশ্বাস
  • 18 Apr 2021,
  • Updated 5:48 PM IST
  • 1/5

আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে যেন অকাল দিওয়ালি শুরু হয়ে গেছে। যেভাবে গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি'ভিলিয়ার্স ব্যাট করলেন, তাতে উৎসব তো হবেই। একের পর এক শটে যেন কলকাতাকে বুঝিয়ে দিচ্ছিলেন, আজকের দিনটা তাঁদের। আজ আলাদা করে ডি'ভিলিয়ার্সের কথা উল্লেখ করতেই হবে। (ছবি সৌজন্য - আইপিএল টুইটার পেজ)

  • 2/5

ম্যাক্সওয়েল যতই ৭৮ রান করুন না কেন, এই প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ৩৪ বলে অপরাজিত ৭৬ রানের একটা ইনিংস দলকে উপহার দেন। শেষ পাঁচ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭০ রান তুলেছে। আর সেই দৌলতেই নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তারা ২০৪ রান তুলেছে। (ছবি সৌজন্য - আইপিএল টুইটার পেজ)

  • 3/5

ইনিংসের বিরতিতে স্টার স্পোর্টসকে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে ম্যাক্সওয়েল বললেন, "আজ শুরু থেকে ব্যাট করার সুযোগ পেয়েছিলাম। এটা খুব ভালো হয়েছে। পাওয়ার প্লে চলাকালীন শক্ত বলটাকে কাজে লাগাতে পেরেছি। বিপক্ষ দলের স্পিনারদের ওপর হামলা করার চেষ্টা করেছি।" (ছবি সৌজন্য - আইপিএল টুইটার পেজ)

  • 4/5

রয়্যাল চ্যালেঞ্জার্সের শুরুটা আজ খুব একটা ভালো হয়নি। প্রথম ওভারেই বিরাট কোহলি (৫) এবং রজত পতিদার (১) বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর তৃতীয় উইকেটে দেবদত্ত পাডিক্কলের (২৫) সঙ্গে ৮৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ম্যাক্সওয়েল। ডি'ভিলিয়ার্সের সঙ্গে তিনি ২৭ বলে ৫৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। অবশেষে ম্যাক্সওয়েল ফিরে যাওয়ার পর ডি'ভিলিয়ার্স কাইল জেমিসনের সঙ্গে মাত্র ২০ বলে অপরাজিত ৫৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

ইয়ন মরগ্যানের অধিনায়কত্ব নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম ওভারে যেখানে বরুণ চক্রবর্তী দুটো উইকেট তুলে নিলেন, তারপর তাঁকে আর বল দেওয়া হল না। হরভজন সিং যেখানে পাওয়ার প্লে চলাকালীন অসাধারণ বোলিং করেন, সেখানে তাঁকে ১৯ ওভার পর্যন্ত ধরে রাখা হল। (ছবি সৌজন্য - আইপিএল টুইটার পেজ)

  • 5/5

এছাড়াও এবিডি যেখানে বিধ্বংসী ফর্মে রয়েছেন, সেখানে ১৮ এবং ২০ ওভারটা কখনই রাসেলের হাতে বল তুলে দেওয়া উচিত হয়নি। ম্যাক্সওয়েল এবং ডি'ভিলিয়ার্স যতটা সহজে ব্যাট করছিলেন, উইকেটটা কিন্তু অতটাও সহজ ছিল না। এবার কলকাতা নাইট রাইডার্স এই উইকেটে কেমন ব্যাটিং করে এখন সেটাই দেখার। (ছবি সৌজন্য - আইপিএল টুইটার পেজ)

Advertisement
Advertisement