Advertisement

খেলা

ঠিক কীভাবে-কোথা থেকে ফের শুরু হবে IPL! কার কী অবস্থান? দেখুন এক নজরে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 29 May 2021,
  • Updated 3:47 PM IST
  • 1/10

মরুদেশেই আইপিএল। অবশেষে সিলমোহর দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার অতি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-র এসজিএমে মূল সিদ্ধান্ত হওয়ার কথা ছিলো আইপিএল নিয়েই। এবার সেই নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললো বোর্ড। দুবাইয়ে মরুদেশে আইপিএল অনুষ্ঠিত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

  • 2/10

করোনার জন্যে আইপিএল স্থগিত রাখতে বাধ্য হয়েছিল বোর্ড। তবে সেই আইপিএল শেষ করাই লক্ষ্য বোর্ডের। আর সেটা নিয়েই সিদ্ধান্ত নিয়ে ফেললো ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অতীতে ২০২০ সালে মরুদেশেই হয়েছিল আইপিএল। আর সেটা সফল ভাবে করোনা আক্রান্তদের ছাড়াই শেষ হয়েছিল। এবছর আইপিএলে বাকি আর ৩১টি ম্যাচ। ফাইনাল নিয়ে এই ম্যাচ শেষ করা হতে পারে অক্টোবরের ১৫ তারিখের মধ্যেই। সম্ভবত ১৮-২০ তারিখের মধ্যেই আরব আমিরশাহিতে শুরু হবে আইপিএল।

  • 3/10

গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রানার্স আপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবছরও বেশ ভালোই খেলছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস ২০১৯ সালে প্লে অফ খেলেছিল। তারপর ফাইনাল খেলে রানার আপ। ২০২১-র আইপিএলে জয় পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে দিল্লির।

  • 4/10

এবছর ১৪তম আইপিএলে ভালো করছিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের পর রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৪ নম্বরে। ৭ ম্যাচ খেলে মুম্বইয়ের পয়েন্ট ৮। এক ও দুই নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট দিল্লির, জিতেছে ৬টি ম্যাচ। দ্বিতীয় স্থানে আছে চেন্নাই, ৭ ম্যাচে ৫ টি জিতে ১০ পয়েন্ট ধোনির দলের।

  • 5/10

তবে এবারের আইপিএলের শুরু থেকেই পিছিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। নাইটরা মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে। ৭ ম্যাচে ৫টিতে হেরে নাইটরা আছে ৭ নম্বর স্থানে।

  • 6/10

কলকাতা নাইট রাইডার্সের নিচে শেষ ও অষ্টম স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। হয়দরাবাদের পয়েন্ট মাত্র ২। ৭ ম্যাচে ১টা ম্যাচ জিতেছে হায়দরাবাদ। তালিকার ৬ নম্বরে আছে পঞ্জাব কিংস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্জাব আছে ৬ নম্বরে। ও পাঁচ নম্বরে আছে রাজস্থান রয়্যালস। তাঁদেরও ৭ ম্যাচে পয়েন্ট ৬।

  • 7/10

ব্যাটিংয়ের তালিকায় সবার শীর্ষে আছেন দিল্লি ক্যাপিটালস দলের শিখর ধাওয়ান। ৮ ম্যাচে তিনি করেছেন ৩৮০। অরেঞ্জ ক্যাপের একমাত্র দাবিদার হিসাবে আছন তিনি। দ্বিতীয় নম্বরে আছেন লোকেশ রাহুল। পঞ্জাবের এই ব্যাটসম্যানের রান ৩৩১। একই সঙ্গে তৃতীয়তে আছেন সিএসকের ফাফ ডুপ্লেসিস।

  • 8/10

পার্পেল ক্যাপের দাবিদার এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার্শাল প্যাটেল। ৭ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় নম্বরে আছেন দিল্লির আভেস খান ৮ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছে আভেস। তিন নম্বরে ১৪ উইকেট নিয়ে রাজস্থানের ক্রিস মরিস। ছয় মারার নিরিখে স্থগিত আইপিএলে সব থেকে বেশি ছয় মেরেছিলেন পঞ্জাব কিংসের লোকেশ রাহুল ও সব থেকে বিশ চার মেরেছিলেন শিখর ধাওয়ান।

  • 9/10

ইংল্যান্ডে প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে ভারত। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরি ও তারপরই আইপিএল খেলতে আসবেন ভারতীয় ক্রিকেটাররা। সম্ভবত ভারতে না হলে মরুদেশেই হবে টি২০ বিশ্বকাপ। আর সেটা হলে বিরাটদের প্রস্তুতি হয়ে যাবে টি২০ ফরম্যাট আইপিএল দিয়েই।

  • 10/10

তবে এবারের আইপিএল বিরতির পর হলেও জমজমাট লড়াই হবে দলগুলির মধ্যে। এবার প্লে অফের দৌড়ে এগিয়ে আছে দিল্লি, চেন্নাই, আরসিবি, মুম্বই। একই সঙ্গে সঙ্গে রাজস্থান পঞ্জাবও নিজেদের চেষ্টা চালাবে। তবে দেখার বিষয় কেমন ছন্দে থাকে এই দলগুলি।

Advertisement
Advertisement