ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। গতকাল তিনি বলেছিলেন, "মইন আলি যদি ক্রিকেটার না হতেন, তাহলে সিরিয়ায় গিয়ে আইসিস জঙ্গি দলে নাম লেখাতেন।" তবে তসলিমার এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি মইন আলি। কিন্তু, তাঁর দলের সতীর্থ ক্রিকেটাররা তসলিমা নাসরিনকে সমালোচনা করতে ছাড়েননি। এই গোটা ঘটনায় এবার নাম লিখিয়েছেন মইন আলির বাবা মুনীর আলি।
তসলিমা নাসরিনের ওই বিতর্কিত টুইট সম্পর্কে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মুনীর আলি। মুনীর বলেছেন যে তসলিমা নাসরিনের এই টুইট পড়ে আমি যথেষ্ট দুঃখ পেয়েছি। আমি মানসিকভাবে আঘাত পেয়েছি। যদি এই একই আয়নায় তসলিমা নিজেকে দেখে, তাহলে বুঝতে পারবে যে ও কতটা খারাপ মন্তব্য করেছে।
মুনীর আলি আরও যোগ করেন, যদি তসলিমার সঙ্গে আমার কোনওদিন দেখা হয় তাহলে বাস্তবে আমি ওর সম্পর্কে কি মনে করি, সেটাই ওর মুখের ওপর বলে আসব। মুনীর আলির কথা অনুসারে, সত্যি কথা বলতে কী, আমি এখন যথেষ্ট রেগে রয়েছি। কিন্তু, আমি এটাও জানি যে এই সময় আমি যদি নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ না রাখতে পারি, তাহলে ওর মতো মানুষের কাছে আমি খেলার পাত্র হয়ে যাব।
এই বিতর্কিত টুইটের পর তসলিমা নাসরিন যে সাফাই দিয়েছেন, সেটা নিয়েও মুখ খুলেছেন মুনীর আলি। তিনি বললেন, "আপাতত আমি শব্দকোষ নিয়ে ব্যাঙ্গের সঠিক অর্থটা খুঁজতে বসছি।" এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নিজের বিতর্কিত টুইট নিয়ে সাফাই দিতে গিয়ে তসলিমা জানিয়েছিলেন, এটা একটা ব্যাঙ্গাত্মক পোস্ট। তাঁর সমালোচকরা ব্যাপারটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন।
তিনি আরও একটি টুইট করে বলেন, "সমালোচকরা খুব ভালো করেই জানে যে মইন আলিকে নিয়ে আমার এই টুইটটা ব্যাঙ্গাত্মক ছিল। কিন্তু, ওরা এই বিষয়টা নিয়ে ঘোঁট পাকিয়ে আমাকে অপমানিত করছে। কারণ আমি মুসলমান সম্প্রদায়কে ধর্মনিরপেক্ষ হিসেবে দেখতে চাই এবং ইসলামিক অন্ধত্বকে মুক্ত করতে চাই। মানব সভ্যতার অন্যতম বড় ট্র্যাজেডি হল, নারীবাদী বামপন্থীরা নারী-বিদ্বেষী ইসলামিস্টদের সমর্থন করছেন।"
অন্যদিকে মইন আলির কথা যদি বলতে হয়, তাহলে আসন্ন আইপিএল মরশুমে তাঁকে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতে দেখা যাবে। ইতিপূর্বে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সদস্য ছিলেন। আরসিবি ফ্র্যাঞ্চাইজ়ি তাঁকে রিলিজ় করে দিয়েছিল। ২০২১ সালের আইপিএল নিলাম অনুষ্ঠানে চেন্নাই তাঁকে সাত কোটি টাকায় কিনে নেয়।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নায়ক তথা ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার আজ মইন আলির পাশে দাঁড়ালেন। বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন আজ তাঁরই জাতীয় দলের সতীর্থ মইন আলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তসলিমার এহেন একটি টুইট দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিডস্টার জোফ্রা আর্চার।
তিনি পালটা টুইট করে লিখেছেন, "তোমার মাথার ঠিক আছে? আমার মনে হয় ঠিক নেই।" তসলিমার সাফাইয়েরও কড়া জবাব দিয়েছেন আর্চার। তিনি লিখেছেন, "ব্যঙ্গ? কই, কেউ তো হাসছে না, এমনকী কেউ আপনাকে নিয়েও হাসছে না। যদি পারেন, তাহলে এই টুইটটা ডিলিট করে দিন।"