IPL 2022-এর অষ্টম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK) অভিজ্ঞ ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে দেখা গিয়েছিল। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ম্যাচে মাত্র ২৭ বলে ৫০ রান করেন উথাপ্পা।
তাঁর ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা। উথাপ্পার এই ইনিংসের কারণে সিএসকে ২১০ রানে পৌঁছতে পারে।
এই ঝড়ো ইনিংস খেলার পর ৩৬ বছর বয়সী রবিন উথাপ্পা অনেকটাই শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা এই ব্যাটসম্যানের প্রশংসা করছেন। চলুন জেনে নেওয়া যাক রবিন উথাপ্পার প্রেমের গল্প-
রবিন তাঁর দীর্ঘদিনের বান্ধবী শীতল গৌতমকে ৩ মার্চ ২০১৬ তারিখে বিয়ে করেন। ৬ জুন ১৯৮১ সালে বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন শীতল।
শীতল একজন প্রাক্তন টেনিস খেলোয়াড় ছিলেন। ৯ বছর বয়সে টেনিস খেলা শুরু করেন শীতল। শীতলের ভাই অর্জুন গৌতমও টেনিস খেলোয়াড়। এমন পরিস্থিতিতে তিনি শীতলকে টেনিস খেলতে সাহায্য করতেন।
শীতল গৌতম এবং রবিন উথাপ্পা বেঙ্গালুরুতে একই কলেজে পড়াশোনা করেছেন। রবিন ছিলেন শীতলের জুনিয়র। প্রায় সাত বছর ধরে চলে দুজনের প্রেমের রসায়ন।
ফিটনেস এবং খেলাধুলা শীতল ও রবিনকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে। উথাপ্পা এবং শীতল ২০১৭ সালের অক্টোবরে বাবা-মা হন।
হাঁটু গেড়ে বসে শীতলকে প্রস্তাব দেন উথাপ্পা। এক সাক্ষাৎকারে শীতল বলেছিলেন, ''উথাপ্পা যখন হাঁটু গেড়ে বসে ছিলেন, সেই মুহূর্তটা বেশ মজার ছিল। আমরা এমনি কথা বলছিলাম এবং এই সময় রবিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কী করা উচিত।''
শীতল গৌতম একজন হিন্দু, অন্যদিকে উথাপ্পা একজন খ্রিস্টান পরিবারের অন্তর্ভুক্ত। এমতাবস্থায় উভয়ের পরিবার প্রথমে এই সম্পর্ক মেনে নিতে রাজি না হলেও পরে রাজি হয়। দুজনে খ্রিস্টধর্ম অনুসারে প্রথম বিয়ে করেছিলেন, যার রিসেপশন অনুষ্ঠিত হয়েছিল সন্ধ্যায়। এক সপ্তাহ পরে, ১১ মার্চ, ২০১৬ সালে তাঁরা দুজনেই হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেন।
ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকায় ফিটনেসের গুরুত্ব বোঝেন শীতল। যে কারণে আজও রবিন উথাপ্পাকে তার সঙ্গে জিমে দেখা যায় অনেক অনুষ্ঠানে। শুধু তাই নয়, একজন খেলোয়াড়ের পারফরম্যান্সকে দুর্দান্ত করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলিও শীতল খুব ভাল করেই জানেন।