আইপিএল-এ (IPL 2023) প্লে অফের লড়াই বেশ জমে উঠেছে। সাপ-লুডোর লিগে যখন তখন একে অপরকে টেক্কা দিচ্ছে দলগুলি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শেষ চারে যেতে পারে তা এখনই আন্দাজ করা যাচ্ছে না।
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রয়েছে আট নম্বরে। KKR বর্তমানে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে। KKR কে ১৬ পয়েন্ট পেতে হলে বাকি চারটি ম্যাচই জিততে হবে।
তবে, ১৬ পয়েন্টও নিরাপদ নয়, কারণ ৪টি দল ১৮ পয়েন্ট পেয়ে যেতে পারে। এখন চারটি ম্যাচই কেকেআরের জন্য ডু অর ডাই। একটা হারই তাদের প্লে অফের রেস থেকে বাদ দিয়ে দিতে পারে।
পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে কেকেআর। ইডেনে এই ম্যাচে দলে পরিবর্তন নাও হতে পারে। তবে ম্যাচ জিততেই হবে।
ঘরের মাঠে পরপর দুই ম্যাচ খেলবে কেকেআর। পঞ্জাবের পর বৃহস্পতিবার তারা খেলবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে।
এরপর চিপকে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে কেকেআর। রবিবারের সেই ম্যাচের পর ২০ মে লিগের শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে কেকেআর।
এখনও অবধি লিগ টেবিলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Tirans)। রবিবারও তারা হারিয়ে দিয়েছে লখনয় সুপার জায়েন্টসকে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস দ্বিতীয়। তিন ম্যাচের মধ্যে দু’টি জিতলে প্লে অফ নিশ্চিত করে ফেলবে চেন্নাই।
১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লখনউ। চার নম্বরে রয়েছে রাজস্থান ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে।