Advertisement

খেলা

IPL 2023: IPL-এর ১০ টিমের মালিক কারা-কত ধনী তাঁরা?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 May 2023,
  • Updated 10:45 AM IST
  • 1/11

সবে শেষ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর এবারের মরশুম। এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার ফলে এটি বিশ্বের দ্বিতীয় মূল্যবান লিগ। আইপিএলের ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকার ন্যাশনাল ফুটবল লীগ (NFL) প্রথম অবস্থানে রয়েছে, যার ২০২৩ সালে ব্র্যান্ড মূল্য ১০.৮ বিলিয়ন মার্কিন ডলার। IPL- এর সঙ্গে জড়িত দলগুলির মালিকদের উপার্জনও বেড়ে গিয়েছে বহুগুণ। আসুন জেনে নিই IPL খেলা ১০ টি দলের মালিকের নাম এবং তাদের আয় সম্পর্কে...
 

  • 2/11

মুম্বই ইন্ডিয়ান্স
প্রথমত, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুম্বই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু ৯,৯৬২ কোটি টাকা। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে ১০ দলের মধ্যে শীর্ষে রয়েছে মুম্বই। অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা। এর বাজার মূল্য ১৭.০৫ লক্ষ কোটি টাকা।
 

  • 3/11

চেন্নাই সুপার কিংস
ইন্ডিয়া সিমেন্টের নেতৃত্বে চেন্নাই সুপার কিংস তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এবারের আইপিএল-এও চ্যাম্পিয়ন হয়েছে তারা। এ নিয়ে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হল চেন্নাই। চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড ভ্যালু ৮,৮১১ কোটি টাকা। ২০০৮ সাল থেকে এর মালিক ইন্ডিয়া সিমেন্টস এন শ্রীনিবাসন।
 

  • 4/11

কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু ৮,৪২৮ কোটি টাকা। এর মালিক রেড চিলি এন্টারটেইনমেন্ট। বলিউড সুপারস্টার শাহরুখ খান, অভিনেত্রী জুহি চাওলা ও জয় মেহতার মালিকানা রয়েছে কেকেআর-এ।

  • 5/11

সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদের ব্র্যান্ড ভ্যালু ৭,৪৩২ কোটি টাকা। এই আইপিএল টিমের মালিক হলেন সান টিভি নেটওয়ার্ক। এই দলের সিইও কাব্য মারান, যিনি সান গ্রুপের প্রতিষ্ঠাতা কালনিথি মারানের কন্যা।
 

  • 6/11

দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালসের ব্র্যান্ড মূল্য ৭,৯৩০ কোটি টাকা। এর মালিকানা যৌথভাবে জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ গ্রুপের। পার্থ জিন্দাল দিল্লি ক্যাপিটালের চেয়ারপারসন।
 

  • 7/11

রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড মূল্য ৭,৬৬২ কোটি টাকা। এই আইপিএল দলের মালিকানা রয়্যাল মাল্টিস্পোর্ট প্রাইভেট লিমিটেডের নামে। এই দলের মালিক হলেন মনোজ বাদালে এবং লাচলান মারডক।

  • 8/11

পঞ্জাব কিংস
আইপিএল দল পঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু ৭,০৮৭ কোটি টাকা। এর মালিকদের মধ্যে রয়েছেন মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, অভিনেত্রী প্রীতি জিনতা এবং করণ পাল।
 

  • 9/11

লখনউ সুপার জায়ান্টস
লখনউ সুপার জায়ান্টসের ব্র্যান্ড মূল্য ৮,২৩৬ কোটি টাকা। দলটির মালিক RPSG ভেঞ্চারস লিমিটেড, RPSG গ্রুপের মালিক শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বে একটি কোম্পানি।

  • 10/11

গুজরাত টাইটানস
গুজরাত টাইটানসের ব্র্যান্ড মূল্য ৬,৫১২ কোটি টাকা। এই দলের নেতৃত্বে রয়েছে CVC Capitals. এটি স্টিভ কোল্টেস এবং ডোনাল্ড ম্যাকেঞ্জির মালিকানাধীন।
 

  • 11/11

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্র্যান্ড মূল্য ৭,৮৫৩ কোটি টাকা। এর মালিকদের কথা বললে, এটি ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন। 

Advertisement
Advertisement