চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ২১৮ রানের ম্যাচজয়ী পারফরম্যান্স করেন জো রুট। আর সেই দৌলতেই আইসিসি ব্যাটিং ক্রমতালিকায় তিনি দু'ধাপ উপরে উঠে এসে তৃতীয় স্থান দখল করেছেন।
খুব স্বাভাবিকভাবে রুট ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিয়েছেন। এই এলিট তালিকায় বিরাট আপাতত পাঁচ নম্বরে নেমে গেলেন।
চেন্নাই টেস্টের ওই অসাধারণ ইনিংসের সৌজন্যে রুটের ঝুলিতে এসেছে ৮৮৩ রেটিং পয়েন্ট। ২০১৭ সালের পর থেকে এই প্রথমবার তিনি এত বেশি পয়েন্ট সংগ্রহ করলেন। তবে তালিকার শীর্ষস্থানে থাকা নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের থেকেও তিনি খুব একটা পিছিয়ে নেই।
উইলিয়ামসনের থেকে আপাতত ৩৬ পয়েন্ট পিছনে রয়েছেন রুট। ইংল্যান্ড অধিনায়কের থেকে ৮ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
এদিকে আবার একধাপ নিচে নেমে গেলেন অস্ট্রেলিয়ারই অপর এক ব্যাটসম্যান মারনাস লাবুশেন। তিনি আপাতত চার নম্বরে রয়েছেন। আর তাঁর ঠিক নিচেই পাঁচ নম্বর জায়গায় রয়েছেন বিরাট কোহলি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ় জয় করেছে পাকিস্তান। পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজ়ম ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। সেকারণে তিনি এই তালিকায় একধাপ উপরে উঠে এসেছেন। আপাতত তিনি ষষ্ঠস্থানে রয়েছেন।
ভারতের চেতেশ্বর পূজারাকে অতিক্রম করলেন বাবর আজ়ম। চেন্নাই টেস্টে পূজারা ৮৮ রান করেছিলেন। সৌরাষ্ট্রের এই ব্যাটসম্য়ান সপ্তম স্থানে রয়েছেন।
চেন্নাই টেস্টে আরও একজন ব্য়াটসম্যান অসাধারণ পারফরম্যান্স করেন। তিনি হলেন ঋষভ পান্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের এই উইকেটরিপার ব্যাটসম্যানটি ৯১ রান করেছিলেন। সেইসঙ্গে তিনি ৭০০ রেটিং পয়েন্টে পৌঁছে যান। তবে নিজের ১৩ নম্বর জায়গাটাই তিনি ধরে রাখলেন।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের একেবারে তরুণ তারকা শুভমান গিল একেবারে সাত ধাপ উপরে উঠে এসেছেন। আপাতত তিনি রয়েছেন ৪০ নম্বরে। এছাড়া দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর দু'ধাপ উপরে উঠে ৮১ নম্বরে আছেন।