Advertisement

খেলা

পার্পল ক্যাপের দৌড়ে বুমরাহকে পিছনে ফেললেন রাবাদা, অরেঞ্জ ক্যাপ রাহুলের দখলেই

Aajtak Bangla
  • 09 Nov 2020,
  • Updated 9:31 PM IST
  • 1/5

দিল্লি ক্যাপিটালস দলের পেস তারকা কাগিসো রাবাদা আইপিএল-১৩ মরশুমে আরও একবার পার্পল ক্যাপের দৌড়ে অনেকটাই এগিয়ে এলেন। এই প্রতিযোগিতায় তিনি এখনই জসপ্রীত বুমরাহকে পিছনে ফেলে দিয়েছেন।

  • 2/5

দক্ষিণ আফ্রিকার এই স্পিডস্টার গতকাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ম্যাচে তিনি মাত্র ২৯ রান দিয়ে চারটে উইকেট শিকার করেন। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে তিনি ২৯টি উইকেট শিকার করেছেন।

  • 3/5

এদিকে জসপ্রীত বুমরাহ ১৪ ম্যাচে এখনও পর্যন্ত ২৭ উইকেট শিকার করেছেন। সর্বাধিক উইকেট শিকারের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট ১৪ ম্যাচে ২২টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন।

  • 4/5

ইতিমধ্যে আবার ব্যাটসম্যানদের রানের তালিকায় সবথেকে উপরে রয়েছেন কিংস ইলেভেন পঞ্জাব দলের অধিনায়ক লোকেশ রাহুল। চলতি আইপিএলে তিনি এখনও পর্যন্ত সবথেকে বেশি রান করেছেন। আর সেকারণেই অরেঞ্জ ক্য়াপ আপাতত তাঁর কাছেই রয়েছে।

  • 5/5

চলতি আইপিএলে রাহুল মোট ৬৭০ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালস দলের ওপেনার শিখর ধাওয়ান। তিনি এখনও পর্যন্ত ৬০৩ রান করেছেন। ধাওয়ানের হাতে এখনও একটা ম্যাচ রয়েছে। আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা খেলতে নামবে। সানরাইজ়ার্স দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১৬ ম্যাচে ৫৪৮ রান করেছেন। তিনি আপাতত তৃতীয় স্থানে রয়েছেন।

Advertisement
Advertisement