চতুর্থ উইকেটে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পান্থ (৫৬) অনবদ্য ব্যাটিংয়ের দৌলতে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
আজ দুরন্ত অর্ধশতরান (৫৬) করেন ঋষভ পান্থ। হাফসেঞ্চুরির পর ঋষভ পান্থকে আলিঙ্গন করছেন শ্রেয়স আইয়ার।
এবারের আইপিএল মরশুমে শুরুর দিকে বেশ ভালো খেলছিলেন ঋষভ। কিন্তু, মাঝখানে চোট পেয়ে কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারেননি। এরপর দলে ফিরলেও ঋষভের ব্যাটে রানের খরা দেখা যাচ্ছিল। অবশেষে আজ তিনি হাত খুলে খেললেন।
ইনিংসের শেষে ৬৫ রানে অপরাজিত থাকেন শ্রেয়স। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ছয় উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে।
১৫ ওভারের মাথায় এই পার্টনারশিপ ভাঙেন নাথান কুল্টার নাইল। এরপরেই আবার আঘাত হানেন বোল্ট। তুলে নেন শিমরন হেটমায়ারের উইকেট। অবশেষে নাইল অক্সর প্যাটেলের উইকটটিও শিকার করেন।
এই মরশুমে চতুর্থ ব্যাটসম্যান হিসাবে ৫০০ রানের গণ্ডি টপকালেন শ্রেয়স। ইতিপূর্বে এই তালিকায় নাম লিখিয়েছেন শিখর ধাওয়ান (৬১৮ রান)। দিল্লি ক্যাপিটালস থেকে শ্রেয়স ছাড়া একমাত্র শিখরই ৫০০ রানের চৌকাঠ অতিক্রম করেছেন। দিল্লির ব্যাটসম্যান হিসাবে শ্রেয়স দ্বিতীয় স্থানাধিকারী যিনি এই নজির স্থাপন করতে পেরেছেন। তবে যদি সব দল বিচার করা যায়, তাহলে সকলের উপরে রয়েছেন লোকেশ রাহুল। তিনি ৬৭০ রান করেছেন। এছাড়া তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার (৫৪৮) রান।
এবারের আইপিএল খেতাব জিততে না পারলেও কোনও আক্ষেপ নেই দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের। ম্যাচের শেষে তিনি বললেন, ক্রিকেটের সব টুর্নামেন্টের মধ্যে IPL-ই সবথেকে কঠিনতম টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস এই প্রথমবার ফাইনালে উঠেছে। তাই এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না।
রোহিতের সঙ্গে কুইন্টন ডি'কক (১২ বলে ২০ রান) শুরুটা এত ভালো করলেন যে জয়ের মঞ্চটা ওখানেই প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্ত মার্কাস স্টোয়েনিসের বলে পান্থের হাতে ক্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটসম্যান ফিরে যেতে হয়।
আজ ইশান কিষানের থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছেন রোহিত শর্মা। ইশান আজকের ম্যাচে রোহিত শর্মা এবং দুবের বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় ছিনিয়ে আনেন। জয়ের জন্য ২০ রান বাকি থাকতে নর্ৎজ়ের বলে ক্যাচ তুলে ফিরলেন মুম্বই অধিনায়ক। কিন্তু, তাতে দলের জয়ে কোনও প্রভাব পড়েনি।
রোহিত শর্মাকে নিয়ে যত বেশি যায় ততই যেন কম মনে হবে। আজ ৫১ বলে ৬৮ রানের ঝকঝকে একটি ইনিংস খেললেন তিনি। রোহিতের এমন ব্যাটিংয়ের সৌজন্যেই আইপিএল ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় দল হিসেবে নাম লেখাল যারা পরপর দু'বছর আইপিএল খেতাব জয় করেছেন। ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ২০১০ এবং ২০১১ সালে এই কৃতিত্ব অর্জন করেছিল।
ক্যাচ ফসকালেন শ্রেয়স আইয়ার, ফসকালেন ম্যাচও। আজ আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে মুম্বই পাঁচ উইকেটে পরাস্ত করে। ম্যাচের সেরা হন ট্রেন্ট বোল্ট। তিনি তিনটি উইকেট নিয়েছেন।