Advertisement

খেলা

বল করতে পারেন ১৪০ কিলোমিটার গতিবেগে, চেনেন এই ভারতীয় বোলারকে?

Aajtak Bangla
  • 28 Dec 2020,
  • Updated 2:37 PM IST
  • 1/7

কমলেশ নাগরাকোটি। আজ নামটা আপনাদের কারোর কাছেই অজানা নয়। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তিনি রীতিমতো তারকা হয়ে উঠেছিলেন। আজ ২০ বছরে পা রাখলেন ভারতের এই তরুণ স্পিডস্টার।

  • 2/7

১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর রাজস্থানের বারমেরে জন্মগ্রহন করেন কমলেশ লাছাম নাগরাকোটি। ২০১৬ ১৭ মরশুমে বিজয় হাজারে ট্রফিতে রাজস্থান দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে তাঁর অভিষেক হয়। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সুবেদার। ছোটোবেলায় তিনি সুরেন্দ্র সিং রাঠোরের কাছে অনুশীলন শুরু করেন। 

  • 3/7

২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পান নাগরাকোটি। তাঁর বলে আগুনে গতির জন্য রাতারাতি সংবাদ শিরোনামে চলে আসেন। ঘণ্টা প্রতি ১৪০ কিলোমিটার গতিবেগে তিনি বল করতে পারেন। এমনকী ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি পেসার ইয়ান বিশপের নজরে তিনি উঠে আসেন।

  • 4/7

ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই তিনি কামাল দেখাতে শুরু করেন। অপরাজিত হাফসেঞ্চুরি করার পাশাপাশি তাঁর হ্যাটট্রিকে রীতিমতো কাঁপতে শুরু করে গুজরাত।

  • 5/7

নাগরাকোটির কেরিয়ার গ্রাফটা যদি দেখা যায়, তাহলে রাজস্থানের এই বোলারের উন্নতি যথেষ্ট ধারাবাহিক গতিতে হয়েছে। বিশ্বকাপ সেরে দেশে ফেরার পরেই কলকাতা নাইট রাইডার্স কমলেশকে ৩.২ কোটি টাকায় কিনে নেয়। কিন্তু, চোটের কারণে তিনি খেলতে পারেননি। কিন্তু, তা সত্ত্বেও পরের মরশুমে তাঁকে ধরে রাখা হয়। কিন্তু, ২০১৯ আইপিএলের ঠিক আগেই চোটের কারণে ছিটকে যান তিনি।

  • 6/7

অবশেষে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর আইপিএল টুর্নমেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি খেলেন। 

  • 7/7

এবছর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলের অতিরিক্ত বোলার হিসেবে তাঁর নাম নির্বাচন করাও হয়েছিল। কিন্তু, বিশেষ কারণবশত তিনি দলের সঙ্গে আসতে পারেননি।

Advertisement
Advertisement