Advertisement

খেলা

Ballon d'Or 2022: ছেলেদের ব্যালন ডি'ওর তো বেনজেমার, মেয়েদের ফুটবলে সেরা খেতাব উঠল কার হাতে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Oct 2022,
  • Updated 10:55 AM IST
  • 1/7

ফুটবল বিশ্বে ঝড় তুলেছে ফরাসি তারকা খেলোয়াড় করিম বেনজেমা (Karim Benzema) ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার মহিলা খেলোয়াড় অ্যালেক্সিয়া পুতেলাস। দু'জনেই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। করিম বেনজেমা ব্যালন ডি'অর ২০২২ পুরস্কার জিতেছেন।

  • 2/7

টানা দ্বিতীয়বার মহিলাদের ব্যালন ডি'অর(Ballon-Dor) জিতলেন অ্যালেক্সিয়া পুতেলাস (Alexia Putellas)। স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার (FC Barcelona) হয়ে খেলা এই ফুটবলার ২০২১ সালেও সেরা মহিলা ফুটবলারের পুরস্কার পেয়েছেন পুতেলাস।
 

  • 3/7

এই স্প্যানিশ মিডফিল্ডার এই মরশুমেও দারুণ ফর্মে রয়েছেন। স্প্যানিশ প্রিমেরা ডিভিশনে ২৬টি ম্যাচে ১৮টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি।
 

  • 4/7

পরিসংখ্যানই বলে দিচ্ছে, শুধু মিডফিল্ডার হিসেবে নয়, গোল করার ক্ষেত্রেও দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন অ্যালেক্সিয়া পুতেলাস। গোল যেমন করেছেন তেমনই গোলের জন্য বলও বাড়িয়েছেন এই স্প্যানিশ তারকা।
 

  • 5/7

টুইটারে প্রচুর ফলোয়ার রয়েছে অ্যালেক্সিয়া পুতেলাসের। গতকাল ব্যালন ডি'অর হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন স্প্যানিশ তারকা ফুটবলার। সেই ছবি ভাইরাল হয়ে যায়।   
 

  • 6/7

বিশ্বকাপের আগে বিশ্ব ফুটবলে ঝড় তুলেছেন ফরাসি তারকা করিম বেনজেমা (Karim Benzema)। প্রথমবার ব্যালন ডি'অর জিতলেন ফরাসি তারকা ফুটবলার। আরেক ফরাসী তারকা জিনেদিন জিদানের হাত থেকে পুরস্কার নেন বেনজেমা।
 

  • 7/7

গত মরশুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করেছেন করিম বেনজেমা। তারপর থেকে, ব্যালন ডি'অর পুরস্কারের অন্যতম দাবিবার বলে ধরা হচ্ছিল বেনজেমাকে। এবার সেই ধারনাই সত্যি হল। 

Advertisement
Advertisement