Advertisement

খেলা

Qatar World Cup 2022: চোট, কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তারকা ফুটবলাররা, PHOTOS

Aajtak Bangla
  • 19 Oct 2022,
  • Updated 1:47 PM IST
  • 1/8

চোটের জন্য কাতার বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গিয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। আসলে গোটা বিশ্বে এখন লিগ চলছে। বিভিন্ন লিগে খেলছেন তারকা ফুটবলাররা। ফলে চোট পাচ্ছেন তাঁরা। কিছু ক্ষেত্রে চোট গুরুতর হওয়ায় ফুটবলাররা ছিটকে যাচ্ছেন। 
 

  • 2/8

ফ্যানদের জন্য তারকা ফুটবলারদের ছিটকে যাওয়া একটা বিরাট বড় ধাক্কা। বিশ্বকাপ শুরু হতে এখনও এক মাস বাকি রয়েছে। ক্লাবের হয়ে বড় ম্যাচে খেলতে নামছেন তারকারা। ফলে আশঙ্কা আরও বাড়ছে।
 

  • 3/8

চোটের জন্য ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন আর্জেন্টনার উইঙ্গার অ্যাঞ্জেল দি মারিয়া। হ্যামস্ট্রিং-এ চোট রয়েছে তাঁর। দি মারিয়া তাঁর ক্লাব জুভেন্টাসের হয়ে খেলতে গিয়ে চোট পান তিনি। 
 

  • 4/8

আরও তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দি মারিয়াকে। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে জুভেন্টাসের পক্ষ থেকে। একমাস বাকি রয়েছে বিশ্বকাপ শুরু হতে। তার মধ্যে দি মারিয়ার চোট সমস্যায় ফেলে দিয়েছে আর্জেন্টিনাকে।  
 

  • 5/8

মিডফিল্ডার আর্থার মেলোকে কাতার বিশ্বকাপে পাবে না ব্রাজিল। থাইতে গুরুতর চোটের কারণে বাদ পড়তে হয়েছে তাঁকে। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলেন আর্থার। 
 

  • 6/8

হাঁটুর চোটের জন্য ফ্রান্স দল থেকে বাদ পড়েছেন পল পোগবা। হাঁটুতে চোটের জন্য অস্ত্রোপচার হয়েছে জুভেন্তাসের স্টার ফুটবলারের। যার ফলে এবারের বিশ্বকাপে খেলতে দেখা যাবে না পোগবাকে।
 

  • 7/8

ট্রেনিং করার সময় হাঁটুতে চোট পান পোগবা। সেই চোটের জন্য তাঁকে অস্ত্রোপচারও করতে হয়। 
 

  • 8/8

চোট পেয়ে চার মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে ফ্রান্সের এন'গোলো কান্তেকে। হ্যামস্ট্রিং-এ চোট কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি।    

Advertisement
Advertisement