Advertisement

খেলা

FIFA World Cup 2022: মেসিরা বিশ্বকাপ জিতলেই বিশেষ ট্যাটু করাবেন ব্রাজিল বংশোদ্ভূত মডেল, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Dec 2022,
  • Updated 4:41 PM IST
  • 1/8

বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা মুখোমুখি হবে নেদারল্যাডসের (Argentina vs Netherlands)। সারা বিশ্বের কোটি কোটি আর্জেন্টিনা (Argentina) সমর্থক এই ম্যাচের দিকেই তাকিয়ে থাকবেন। বাংলার ফুটবলপ্রেমীরা রাত জাগবেন। মেসির আরও গোল দেখার জন্য।
 

  • 2/8

গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেসির ভক্তদের মধ্যে একজন মিস বাম্বাম সুজি কর্টেজ (Suzy Cortez)। তিনি আবার ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মডেল। ব্রাজিলের মিস বাম্বাম খেতাব জিতেছেন সুজি। সুজি কর্টেজ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। 
 

  • 3/8

সুজি কর্টেজ নিজেকে মেসির পাগল ভক্ত বলে দাবি করেছেন। এখন পর্যন্ত তিনি তার শরীরে মেসির ৭টি বিভিন্ন ট্যাটু করিয়েছেন। বিশ্বকাপের মাঝেই সুজি কর্টেজ একটি বড় ঘোষণা করেছেন। মেসির একটি বিশেষ ট্যাটু করানোর কথা দিয়েছেন ব্রজিল বংশোদ্ভূত এই মডেল।
 

  • 4/8

সুজি কর্টেজ ডেইলি স্টার স্পোর্টসকে বলেছেন, আর্জেন্টিনা দল এবার ফিফা বিশ্বকাপ জিতলে তিনি মেসির আরও সুপার ট্যাটু বানাবেন। তিনি আরও বলেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে, মেসির জন্মস্থান রোজারিও শহরে উৎসব করবেন। 
 

  • 5/8

ব্রাজিলীয় বংশোদ্ভূত মডেল এবং টিভি উপস্থাপক সুজি বলেছেন, তিনি আরও কয়েকজন মেসি ভক্তকেও সঙ্গে নিয়ে যাবেন। সুজি কর্টেজ জানান, তিনি যে সুপার ট্যাটু  বানাবেন তা মেসির পায়ে থাকা ট্যাটুর মতোই হবে।
 

  • 6/8

মেসির পায়ে একটি বল এবং ১০ নম্বর ট্যাটু রয়েছে। এই ১০ সংখ্যাটি মেসির জার্সির নম্বর। এটিই মেসির শেষ বিশ্বকাপ, কারণ তিনি এ বছর বয়স ৩৫ পেরিয়ে ৩৬-এ পড়বেন। পরের বিশ্বকাপ যখন হবে তখন তাঁর বয়স হবে ৩৯। 
 

  • 7/8

এবার ফিফা বিশ্বকাপের শিরোপা জিততে হলে মেসিদের জিততে হবে মাত্র তিনটি ম্যাচ। তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। 
 

  • 8/8

এখানে জিতলে  সেমিফাইনালে ব্রাজিল বা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে পারলে ফাইনালে পৌঁছে যাবে আর্জেন্টিনা। 
 

Advertisement
Advertisement