Advertisement

খেলা

PHOTOS: Tokyo থেকে ফিরলেন মীরাবাই! রুপোর মেয়েকে স্বাগত জানাল ভারত

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Jul 2021,
  • Updated 9:07 AM IST
  • 1/6

টোকিও অলিম্পিকের ভারতের প্রথম পদকপ্রাপ্ত ওয়েটলিফ্টার মীরাবাই চানু ২৬ জুলাই শনিবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে নামলেন নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তাঁর সব ইভেন্ট শেষ ফলে তিনি এবার দেশে ফিরে এসেছেন। রুপোর পদক নিয়ে দেশে ফিরলেন দেশের গর্ব। তাঁকে জমকালো ভাবে এবার স্বাগত জানালো দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে মীরবাই চানুকে স্বাগত জানাতে এয়ারপোর্টে হাজির ছিলেন সাধারণ মানুষও। তবে করোনার কারণে সেভাবে স্বাগত জানানো গেল না তাঁকে।

  • 2/6

পাঁচ বছর আগে রিও গেমসে তার বিপর্যয়ময় প্রলাপের ভূতকে শেষ পর্যন্ত ছাড়িয়ে দিয়ে টোকিও গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপোর পদক নিয়ে দেশের পদকের অ্যাকাউন্ট খুলছেন মীরাবাই চানু। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের জন্য, এটিই একমাত্র পদক যার জন্য তিনি মরিয়া অপেক্ষা করেছিলেন।

  • 3/6

তিনি এবার পদক অর্জন করেছেন এবং প্রধান কোচ বিজয় শর্মাকে জড়িয়ে ধরে ভেঙে পড়েন মীরবাই চানু। তিনি দারুণ কাজ করেছেন দেশের হয়ে। দেশের হয়ে তিনি ভার তুলে পদক পেয়েছেন মণিপুরের এক ছোট্ট জায়গা থেকে উঠে আসা অ্যাথলিট।

  • 4/6

শনিবার পুরো পারফরম্যান্সের সময় তার হাসিটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। তবে অলিম্পিক রিংয়ের আকৃতির কানের দুল যা তিনি পড়েছিলেন ছিল তার মায়ের উপহার।
 

  • 5/6

অলিম্পিক গেমসে রুপোরপদক অর্জনকারী প্রথম ভারতীয় ভারোত্তোলক হয়ে প্রথমবারের মতো ওয়েটলিফ্টার মীরাবাই চানু ইতিহাস রচনা করেছেন। তার ঐতিহাসিক পদক জয়ের পরে ২৬ বছর বয়সী এই মেয়েটি তাঁর পছন্দের পদ ইতালিয়ান খাওয়ার পিৎজা এবং আইসক্রিম খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল কারণ কয়েক মাস ধরে তার পছন্দসই খাবার তিনি খাননি। 

  • 6/6

কঠোর পরিশ্রম ও অনেক কিছুকে বাদ দিয়েই তিনি তাঁর নিজের অনুশীলন চালিয়ে গিয়েছেন নিষ্ঠার সঙ্গে। এবার অবশেষে টোকিওতে রুপো জয় করে দেশে ফিরলেন মীরবাই।

Advertisement
Advertisement