বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিদের আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। ডান কাঁধে চোট পেয়েছেন তিনি। তঁর জায়দায় দলে জায়গা পেয়েছেন উমরান মালিক।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেল মহম্মদ শামির কিছু ছবি। যেখানে তাঁকে হাসপাতালে চিকিৎসা করাতে দেখা যাচ্ছে। এই ছবিগুলি নিজেই ট্যুইটার ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শামি।
এর আগে টি ২০ বিশ্বকাপে খেলেন শামি। ফেরার পর প্র্যাকটিসের মাঝেই কাঁধে চোট পান তিনি। আর সেই চোটের কারণেই সিরিজের বাইরে রাখা হয় তাঁকে।
পোস্টে তিনি লেখেন, 'চোট সাধারণভাবে, প্রতিটি মুহূর্তের প্রশংসা করতে শেখায়। কেরিয়ারে অনেক চোট পেয়েছি। এটি একটি দৃষ্টিকোণ দেয়।'
শামি আরও লেখেন, 'আমার কেরিয়ারে আমি কতবার আঘাত পেয়েছি সেটা বড় কথা নয়। আমি প্রতিবার ইনজুরি থেকে শিখেছি। এর পাশাপাশি প্রত্যাবর্তনও করেছি।'
শামির এই চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। যদি চোট খুবই গুরুতর হয় তবে তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দলের বাইরে রাখা হতে পারে।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ২টি টেস্ট খেলার কথা ভারতীয় দলের। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ আজ।
আরও পড়ুন - ২০২৩-এর শুরুতেই কল্পতরু মঙ্গল, চাকরি-ব্যবসায় ফাটাফাটি উন্নতি ৪ রাশির
একনজরে দেখে নিন ওয়ান ডে সিরিজে ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, উমরান মালিক এবং কুলদীপ সেন।