Advertisement

খেলা

Shilton Paul and Shayana Mondal: বাবা হলেন গোলকিপার শিল্টন, পুত্র সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী

Aajtak Bangla
  • 15 May 2022,
  • Updated 8:14 PM IST
  • 1/10

বাবা হলেন শিল্টন পাল (Shilton Paul)। রবিবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন এই দম্পতি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম হয়।
 

  • 2/10

ফেসবুকে এই খবর জানান, শিল্টন নিজেই। এই মরশুমে চার্চিল ব্রাদার্সের হয়ে আইলিগে খেলেছেন শিল্টন।

 

  • 3/10

চার্চিলে যাওয়ার আগে দীর্ঘদিন মোহনবাগানের হয়ে খেলেছেন এই গোলরক্ষক। সত্যজিৎ চট্টোপাধ্যায় ও সুব্রত ভট্টাচার্যের পর তিনিই মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছেন।

  • 4/10

মোহনবাগানের জার্সিতে দু'টো আই লিগ জিতেছেন শিল্টন। তিনবার জিতেছেন কলকাতা লিগ। জিতেছেন আরও অনেক ট্রফি।
 

  • 5/10

২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রেমিকা সায়না মন্ডলকে বিয়ে করেন শিল্টন। ডার্বিতে ভাল খেলার শর্তে মিলেছিল সায়নার ফোন নম্বর। সেখান থেকেই পথ চলা শুরু করেন শিল্টন ও সায়না। 

  • 6/10

অশোকনগরে একটি ফুটবল অ্যাকাডেমিও গড়েছেন শিল্টন। বাংলার ক্ষুদেদের গোলরক্ষক হিসেবে গড়ে তোলার দায়িত্ব তুলে নিয়েছেন বাগানের বাজপাখি।

  • 7/10

বেশ কয়েকবার প্রতিপক্ষ ক্লাব ইস্টবেঙ্গল থেকে খেলার অফার এলেও তিনি লাল-হলুদে যাননি। সবুজ-মেরুনের ঘরের ছেলে বলে পরিচিত শিল্টন।
 

  • 8/10

কিছুদিন আগে ব্যারাকপুরে একটি ক্যাফেও খুলেছেন শিল্টন। 
 

  • 9/10

ইস্টবেঙ্গলের জার্সি গায়ে না চাপালেও শিল্টনকে ভালবাসেন সমস্ত দলের সমর্থকরাই। রবিবার শিল্টনের দারুণ আনন্দের দিনে শুভেচ্ছা জানিয়েছেন তারাও।

  • 10/10

৩৩ বছর বয়সী এই গোলরক্ষক এই মরশুমেও দারুণ ফুটবল খেলেছেন। শিল্টন। চার্চিল ব্রাদার্স এই মরশুমে চার নম্বরে নিজেদের আই লিগ অভিযান শেষ করেছে গোয়ার এই দলটি।    

Advertisement
Advertisement