নতুন সাজে সেজে উঠেছে মোহনবাগান ক্লাব তাঁবু। শুক্রবার মোহনবাগান দিবস। তবে সেদিন নয়, ১০ আগস্ট মোহনবাগানের নয়া ক্লাব তাঁবুর উদ্বোধন হবে।
সেদিন দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে অনুষ্ঠান। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনিই এই তাঁবুর উদ্বোধন করবেন।
নতুন তাঁবু গড়ার কাজ শুরু হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। তবে গত দুই বছর করোনার জন্য কাজ বন্ধ রাখতে হয়। করোনার প্রকোপ কমে যেতেই ফের শুরু হয় কাজ।
নতুন করে সাজান হয়েছে ক্লাবের অন্দরমহল। সাজিয়ে তোলা হয়েছে নতুন ড্রেসিংরুমও।
অত্যাধুনিক জিমের ব্যবস্থা করা হয়েছে ক্লাবে। যাতে ক্লাবেই অনুশীলন করতে পারেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা।
মোহনবাগান দিবসের দিনেই প্রথমবার মোহনবাগান মাঠে অনুশীলন করতে নামার কথা এটিকে মোহনবাগানের ফুটবলারদের। সমস্ত ফুটবলার ও কোচ জুয়ান ফেরান্দো একে একে কলকাতায় এসে পড়েছেন।
২৯ জুলাই মোহনবাগান দিবসের জন্য সেজে উঠেছে ক্লাব তাঁবু। রঙিন আলোয় মুড়ে ফেলা হয়েছে গোটা ক্লাব চত্বর।
তবে মূল অনুষ্ঠানে বর্ষসেরা দুই ফুটবলার লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি ছাড়া কোনও এটিকে মোহনবাগান ফুটবলার থাকবে না বলে সূত্রের খবর।
মোহনবাগান দিবসেও বিশেষ পরিকল্পনা রয়েছে মোহনবাগানের। শোনা যাচ্ছে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু ও সঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিবেষণ করবেন।