Advertisement

খেলা

MS Dhoni: বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ধোনির পড়াশোনা কতদূর?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Aug 2022,
  • Updated 6:25 PM IST
  • 1/8

ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি ঝোঁক ছিল ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ১৯৮১ সালে ৭ জুলাই ঝাড়খন্ডে জন্মগ্রহণ করেন মাহি। ২০১১ সালে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি।
 

  • 2/8

ধোনির বাবা মান সিং এক বেসরকারি সংস্থার জুনিয়র ম্যানেজর পদে কাজ করতেন। ধোনির মা দেবকী দেবী একজন হাউস ওয়াইফ। 
 

  • 3/8

মহেন্দ্র সিং ধোনি DAV স্কুলের সহপাঠী সাক্ষীকে ২০১০ সালে বিয়ে করেন। ২০০২ সালে প্রিয়াঙ্কা ঝা-র প্রেমে পড়েছিলেন ধোনি। দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় প্রয়াত হন। 
 

  • 4/8

এরপর তিনি দক্ষিণের তারকা অভিনেত্রী লক্ষ্মী রাইয়ের সঙ্গেও ডেট করেন। সোশ্যাল মিডিয়ায় সাক্ষী ধোনি ও তাঁর মেয়ে জিভা বেশ জনপ্রিয় মুখ।
 

  • 5/8

ক্রিকেট খেলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে থাকেন ধোনি। পাশাপাশি চলতে থাকে সাঁতার কাটা, ফুটবল আর টেনিস খেলা। 
 

  • 6/8

রাঁচি বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি কম পাশ করেন ধোনি। খেলার পাশাপাশি বাইক চালাতে ভালাবাসেন মাহি। 
 

  • 7/8

২০১৮ সালে পদ্মভূষণ পুরস্কার পান ধোনি। ২০০৯ সালে পদ্মশ্রী এবং ২০০৭-০৮ সালে রাজীব খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন।        

  • 8/8

পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না ধোনির। রাঁচির ডিএভি জওহর বিদ্যা মন্দিরে পড়াশোনা করেন। মাধ্যমিকে ৬৬ শতাংশ নম্বর পান তিনি। উচ্চ মাধ্যমিকে পান ৫৬ শতাংশ নম্বর। তবে খেলাই তাঁর প্রথম পছন্দ ছিল। 

Advertisement
Advertisement