আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর মৃদু হার্ট অ্যাটাক হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। সৌরভের আরোগ্য কামনায় ট্যুইট করছেন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব। এবার ট্যুইট করলেন নাগমা।
ট্যুইট করেন নাগমা জানান,আপনার দ্রুত আরোগ্য কামনা করি। শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইল।
একসময়ে নাগমা ও সৌরভের সম্পর্ক নিয়ে জোর চর্চা ছিল সব মহলে। এদিন মহারাজার আচমকা অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় সকলে।
জানা গিয়েছে, সৌরভের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তিনি।
এদিন জিম করার সময়ে আচমকা ব্ল্যাক আউট হয়ে যায় তাঁর। জানা যাচ্ছে, শুক্রবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন সৌরভ। তাঁর আরোগ্য কামনায় ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকলে।
জানা গিয়েছে, অ্যাঞ্জিওগ্রাফি চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ক্যাথল্যাবে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে রয়েছে মেয়ে সানা। চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি। খবর হাসপাতাল সূত্রে।
সৌরভের আরোগ্য কামনায় ট্যুইট করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিন অমিত শাহ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে লিখেছেন, সৌরভের দ্রুত আরোগ্যা কামনা করি। হাসপাতাল থেকে জানতে পারতাম তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুস্থতা কামনা করেছেন। এ দিন টুইটারে তিনি লিখেছেন, সৌরভের অসুস্থতার কথা জেনে খুব খারাপ লাগছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য।
প্রাক্তন ভারতীয় অধিনায়কের শারীরিক অসুস্থতা ঘিরে উদ্বেগে রয়েছেন সকলে। দ্রুত তাঁর সুস্থতার চাইছেন সকলে