তাঁকে বলা হত রাশিয়ার টেনিস সুন্দরী। মারিয়া শারাপোভা। একসময় তিনি টেনিস দুনিয়ায় সকলেরই হার্টথ্রব ছিলেন। ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি টেনিস কোর্ট থেকে বিদায় নেন।
টেনিস কোর্ট থেকে বিদায় নেওয়ার পর অনেকদিনই খবরের শিরোনামে ছিলেন না শারাপোভা। তবে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সম্প্রতি ফোর্বসের তালিকায় তাঁর নাম উঠে এসেছে।
আসলে ফোর্বস ম্যাগাজ়িন বিশ্বের সবথেকে ধনী ১০০জন স্বনির্ভর মহিলার নাম প্রকাশ করেছে যারা ৪০ বছরের আগেই বিত্তবান হয়ে উঠেছেন। এই তালিকায় মার্কিম উদ্যোগপতি কাইল জেনার এবং গায়িকা রিহানার নামও উঠে এসেছে। তালিকার ১০০ জন মহিলাম মধ্যে ৮৭ নম্বরে স্থান পেয়েছেন শারাপোভা। তাঁর কাছে বর্তমানে ১,৪৬৬ কোটির সম্পত্তি রয়েছে। তবে শারাপোভার থেকে চার কদম এগিয়ে রয়েছেন মার্কিন টেনিস সুন্দরী সেরেনা উইলিয়ামস। তাঁর কাছে ১,৬৪৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
শারাপোভার একটি নিজস্ব ক্যান্ডি ব্র্যান্ড রয়েছে। তার নাম সুগারপোভা। এছাড়াও গোটা বিশ্বে বিভিন্ন পণ্যের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কার মূল্য তো রয়েইছে।