৫.৩ ওভারে কুল্টার নাইলের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নীতিশ রানা (৫)।
আন্দ্রে রাসেলকে ১২ রানে আউট করার পর জসপ্রীত বুমরাহ।
রাহুল ত্রিপাঠী আউট হওয়ার পর ট্রেন্ট বোল্ট দলের সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন
আজ কিছুটা হলেও কলকাতা নাইট রাইডার্স দলের সম্মান বাঁচান প্যাট কামিন্স।
আজ এই কামিন্সের ঝোড়ো ইনিংসের দৌলতেই কলকাতা ১৪৮ রানের গন্ডি স্পর্শ করতে পেরেছে।
আজ ৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন প্যাট কামিন্স।
আজ স্বেচ্ছায় ইয়ন মরগ্যানের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু, প্রথম দিনটা একেবারেই ভালো কাটল না। আজই মরগ্যান অ্যান্ড কোম্পানিকে ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
আজ ইয়ন মরগ্যান এবং প্যাট কামিন্স ৪০ বলে ৫০ রানের দ্রুত একটি পার্টনারশিপ গড়ে তোলেন।
আজ শুরু থেকেই রোহিত কান্ডারির ভূমিকা পালন করছিলেন। একদিকে যখন কুইন্টন চালিয়ে খেলছিলেন, অন্যদিকে তখন রোহিত ধরে রাখছিলেন। আজ তিনি ৩৬ বলে ৩৫ রান করে আউট হন।
আজকের রাতের উজ্জ্বলতম নক্ষত্র কুইন্টন। ৭৮ রানের ধামাকাদার ইনিংস খেলে কলকাতার বিরুদ্ধে জয়ের রাস্তা প্রশস্থ করেন। সেকারণে তাঁকেই ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে।