Advertisement

খেলা

IPL vs PSL: PSL-এর চেয়ে IPL-এ কত টাকা বেশি পারিশ্রমিক প্লেয়ারদের? চমকে ওঠা তথ্য

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2022,
  • Updated 3:22 PM IST
  • 1/7

কিছুদিন আগেই আইপিএল-এর মিনি নিলাম (IPL Mini Auction) অনুষ্ঠিত হয়েছে কোচিতে। ৮০ জন ক্রিকেটারকে ১০টি দল কিনেছে। সব মিলিয়ে মোট খরচ হয়েছে ১৬৭ কোটি টাকা। মেগা নিলামের পর মিনি নিলামেও টাকার বৃষ্টি হয়েছে। 
 

  • 2/7

স্যাম কুরেন (Sam Curren), বেন স্টোকস (Ben Stokes), ক্যামেরন গ্রিন (Cameroon Green), নিকোলাস পুরান (Nicholas Pooran) ও হ্যারি ব্রুক (Harry Brook) সবচেয়ে বেশি টাকা পেয়েছেন। মিনি নিলামে বিক্রি হওয়া কিছু ক্রিকেটার পাকিস্তান প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলেন। দেখে নেওয়া যাক পিএসএল ও আইপিএল-এর মধ্যে বেতনের ফারাক কতটা। 
 

  • 3/7

হ্যারি ব্রুক- ইংল্যান্ডের এই হার্ড হিটার দারুণ ছন্দে রয়েছেন। আইপিএল-এ পাওয়া টাকার তুলনায় পিএসএল-এ অনেক কম টাকা পান তিনি। এবারের নিলামে ব্রুকের দর উঠেছিল ১৩.২৫ কোটি টাকা। পিএসএল-এ তিনি ৮২.৩০ লক্ষ টাকা।
 

  • 4/7

রিলি রোসোউ- পাকিস্তান প্রিমিয়ার লিগে ১.৪ কোটি টাকা পান দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার রিলী রসো(Rilee Rossouw)। তবে আইপিএল-এ এই টাকার অঙ্ক অনেকটাই বেশি। দিল্লি ক্যাপিটালস তাঁর জন্য নিলামে ৪.৬ কোটি খরচ করেছে।
 

  • 5/7

উইল জ্যাকস- আরসিবি এই মরশুমে ৩.২ কোটি টাকায় কিনেছে জ্যাকসকে (Will Jacks)। ইংল্যান্ডের এই ক্রিকেটার খেলেন পাকিস্তান প্রিময়ার লিগেও। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। সেখানে মাত্র ৪১.১৫ লক্ষ টাকা পান তিনি। 
 

  • 6/7

ডেভিড উইজ- নামিবিয়ার এই ক্রিকেটার ডেভিড উইজ (David Wiese) পাকিস্তান প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারের নিলামে ১ কোটি টাকায় কিনেছে। পাকিস্তান প্রিমিয়ার লিগে ৭০ লক্ষ ২১ হাজার টাকা পান উইজ। 

  • 7/7

ডেভিড উইজ- নামিবিয়ার এই ক্রিকেটার ডেভিড উইজ (David Wiese) পাকিস্তান প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারের নিলামে ১ কোটি টাকায় কিনেছে। পাকিস্তান প্রিমিয়ার লিগে ৭০ লক্ষ ২১ হাজার টাকা পান উইজ। 

Advertisement
Advertisement