কিছুদিন আগেই আইপিএল-এর মিনি নিলাম (IPL Mini Auction) অনুষ্ঠিত হয়েছে কোচিতে। ৮০ জন ক্রিকেটারকে ১০টি দল কিনেছে। সব মিলিয়ে মোট খরচ হয়েছে ১৬৭ কোটি টাকা। মেগা নিলামের পর মিনি নিলামেও টাকার বৃষ্টি হয়েছে।
স্যাম কুরেন (Sam Curren), বেন স্টোকস (Ben Stokes), ক্যামেরন গ্রিন (Cameroon Green), নিকোলাস পুরান (Nicholas Pooran) ও হ্যারি ব্রুক (Harry Brook) সবচেয়ে বেশি টাকা পেয়েছেন। মিনি নিলামে বিক্রি হওয়া কিছু ক্রিকেটার পাকিস্তান প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলেন। দেখে নেওয়া যাক পিএসএল ও আইপিএল-এর মধ্যে বেতনের ফারাক কতটা।
হ্যারি ব্রুক- ইংল্যান্ডের এই হার্ড হিটার দারুণ ছন্দে রয়েছেন। আইপিএল-এ পাওয়া টাকার তুলনায় পিএসএল-এ অনেক কম টাকা পান তিনি। এবারের নিলামে ব্রুকের দর উঠেছিল ১৩.২৫ কোটি টাকা। পিএসএল-এ তিনি ৮২.৩০ লক্ষ টাকা।
রিলি রোসোউ- পাকিস্তান প্রিমিয়ার লিগে ১.৪ কোটি টাকা পান দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার রিলী রসো(Rilee Rossouw)। তবে আইপিএল-এ এই টাকার অঙ্ক অনেকটাই বেশি। দিল্লি ক্যাপিটালস তাঁর জন্য নিলামে ৪.৬ কোটি খরচ করেছে।
উইল জ্যাকস- আরসিবি এই মরশুমে ৩.২ কোটি টাকায় কিনেছে জ্যাকসকে (Will Jacks)। ইংল্যান্ডের এই ক্রিকেটার খেলেন পাকিস্তান প্রিময়ার লিগেও। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। সেখানে মাত্র ৪১.১৫ লক্ষ টাকা পান তিনি।
ডেভিড উইজ- নামিবিয়ার এই ক্রিকেটার ডেভিড উইজ (David Wiese) পাকিস্তান প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারের নিলামে ১ কোটি টাকায় কিনেছে। পাকিস্তান প্রিমিয়ার লিগে ৭০ লক্ষ ২১ হাজার টাকা পান উইজ।
ডেভিড উইজ- নামিবিয়ার এই ক্রিকেটার ডেভিড উইজ (David Wiese) পাকিস্তান প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারের নিলামে ১ কোটি টাকায় কিনেছে। পাকিস্তান প্রিমিয়ার লিগে ৭০ লক্ষ ২১ হাজার টাকা পান উইজ।