Advertisement

খেলা

WTC Final: একটু থামলো বৃষ্টি, কটায় শুরু ম্যাচ? কী অবস্থা মাঠের!-PHOTOS

Aajtak Bangla
  • সাউদাম্পটন,
  • 18 Jun 2021,
  • Updated 6:58 PM IST
  • 1/8

ঐতিহাসিক এই টেস্ট ম্যাচের প্রথম দিনই শুরু হয়েছে বৃষ্টি। ইংল্যান্ডে বিভিন্ন সময়ে আকাশ মেঘলা করে আসে । আর সেই মতো আবহাওয়া দুদিন আগে থেকেই বলছিল যে ১৮ জুন থেকে বৃষ্টি হতে পারে সাউদাম্পটনের রোজ বোলে। ম্যাচের আগের দিন রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি চলছে সাউদাম্পটনে আর সেই জন্যই ভারতীয় সময় দুপুর ২.৩০টার সময় টস হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে গেল ‌ তবে এখন বৃষ্টি কিছুটা কমেছে। তবে ম্যাচ এখনই শুরু হবে না। আর সেই কারণে ক্রিকেটাররা ড্রেসিং রুমে বসে নিজেদের সময় কাটাচ্ছেন। সন্ধে ৭.৩০ নাগাদ ইনস্পেকশন করবেন আম্পায়াররা। আর তারপরই সিদ্ধান্ত হবে।
 

সব ছবির সৌজন্য- টুইটার।

  • 2/8

শুধু তাই নয়! ক্রিকেটাররাও এই বড় ম্যাচ খেলতে আগ্রহে বসে আছেন। তবে কেকেআর ক্রিকেটার ও আইসিসির হয়ে ধারাভাষ্য দেওয়া দীনেশ কার্তিকও এখন ইংল্যান্ডে। তিনি টুইট করে জানিয়েছেন বেশ ভারি বৃষ্টিই হচ্ছে সাউদাম্পটনে। ম্যাচ এত সহজে শুরু হবে বলে মনে হয় না প্রথম দিনে, এমনটাই জানিয়েছেন তিনি।

  • 3/8

এই ম্যাচেই বোঝা যাবে কে হবেন সেরার সেরা। তবে এই ম্যাচ এখনও বৃষ্টি বিঘ্নিত, হয়ে ওঠেনি টসও। ফলে এই ম্যাচ প্রথম দিনে আদৌ হবে কী না সেই নিয়ে রয়েছে সন্দেহ। কারণ একটি সেশ্যন খেলা হবে না বলে জানানো হয়েছিল আইসিসির তরফে। তবে এখনও জল জমে আছে মাঠে।

  • 4/8

এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল চরমে। ফলে মাঠে হাজির হয়েছেন দর্শকেরাও। পুরো মাঠে দর্শক না থাকলেও, কিছু দর্শক হাজির হয়েছিলেন। ভারতীয় এই সমর্থেরা অধীর আগ্রহে বসে আছে এই ম্যাচের জন্য। তবে বৃষ্টিতে প্রথম দিন হবে কী না সেই নিয়ে রয়েছে সন্দেহ।

  • 5/8

শুধু মাঠেই জল নয়। জল জমে আছে পিচ কভারের ওপরেও। পিচ ঢাকা হলেও পুরো মাঠ ঢাকা হয়নি সাউদাম্পটনে। ফলে আউটফিল্ডে বেশ জল রয়েছে। সুপার সাকার সহ বিভিন্ন জিনিস দিয়ে চলছে জল সরানোর কাজ।

 

 

  • 6/8

ইউনাইটেড কিংডম এর আবহাওয়া দফতর বলেছিল বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে সাউদাম্পটনে। শুক্রবার ভোররাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমনটাই জানিয়েছিল সেখানের আবহাওয়া দফতর। দিনে 40 মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে খবর ছিল দফতর সূত্রে।

  • 7/8

মাঠে বসে সময় কাটছে না দর্শকদের। বৃষ্টির কারণে মাঠ ফাঁকা করেই সবাই গ্যালারির তলায় আশ্রয় নিয়েছেন। আবার কিছু দর্শককে দেখা গেল মাঠের বাইরেই নিজেদের মধ্যে ক্রিকেট খেলতে। এমনটাই পরিবেশ এই মুহূর্তে সাউদাম্পটনে। 

 

ছবি- টুইটার ও গেটি ইমেজ।

  • 8/8

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত হাল্কা বৃষ্টি চলছিল মাঠে। তবে এখন কিছুটা থেমেছে বৃষ্টি। আর সেই কারণেই আম্পায়াররা কথা বলতে চলেছেন ম্যাচের গ্রাউন্ডসম্যানদের সঙ্গে। আর তারপর মাঠের পরিবেশ দেখেই সিদ্ধান্ত হবে খেলা হবে কী না!
টিম ইন্ডিয়ার একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক),ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমর এবং মহম্মদ শামি।

Advertisement
Advertisement