Advertisement

খেলা

Team India T20 Rohit Sharma: বুমরার অনুপস্থিতিতে নতুন তারকা টিম ইন্ডিয়ার নেটে, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Oct 2022,
  • Updated 1:31 PM IST
  • 1/8

অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) খেলতে নামছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan)। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে ভারতের নেটে দেখা গেল খুদে ফাস্ট বোলারকে। 
 

  • 2/8

রোহিত শর্মা নিজে নতুন বন্ধু খুঁজে পেয়েছেন, এই খুদে বোলারের ভক্ত হয়ে উঠেছেন ভারত অধিনায়ক। বিসিসিআই একটি ভিডিও শেয়ার করেছে, যাতে বলা হয়েছে এই খুদে বোলারের নাম দ্রুশিল চৌহান। বয়স  ১১ বছর।
 

  • 3/8

রোহিত শর্মা এবার সেই খুদে বোলারকে জিজ্ঞেস করলেন, 'পার্থে থাকলে ভারতের হয়ে খেলবে কী ভাবে?' উত্তরে দ্রুশিল বলে যে সে ভারতে আসবে, তবে তা কবে হবে তা জানে না।
 

  • 4/8

ভারতীয় দল (Team India) ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচ খেলার আগে পার্থে অনুশীলন করেছিল। সেই সময় রোহিত শর্মা এবং টিম ইন্ডিয়ার অন্যান্য খেলোয়াড়রা ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে তাঁর বোলিং দেখতে শুরু করেন। পরে রোহিত এই খুদে বোলারের সঙ্গে দেখা করেন।
 

  • 5/8

শুধু দেখা করা নয়, দ্রুশিলকে নেটে বল করার সুযোগও দেন রোহিত শর্মা। তবে শুধু রোহিত নয়, টিম ইন্ডিয়ার অন্য সাপোর্ট স্টাফদের সঙ্গেও দেখা করে দ্রুশিল।
 

  • 6/8

দ্রুশিল বিসিসিআই-এর করা ভিডিওতে জানায়, ইনসুইং ইয়র্কারটি তার প্রিয় বল, এই বলটাই করার চেষ্টা করে সে। বিসিসিআই-এর করা এই ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছে দ্রুশিল। এই ভিডিও এখন ভাইরাল।
 

  • 7/8

৭ অক্টোবর অস্ট্রেলিয়া পৌঁছে যায়, যেখানে টিম ইন্ডিয়াকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে। এরপর ২৩ অক্টোবর থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার ভারতীয় দল।  

  • 8/8

ভারত অধিনায়কের সানিধ্য আর তার সঙ্গে তাঁর বিরুদ্ধে নেটে বল করা। সব মিলিয়ে বলা যায় দ্রুশিলের স্বপ্নপূরণ। 

https://www.bcci.tv/videos/5557872/when-a-11-year-old-impressed-rohit-sharma-with-his-smooth-action

Advertisement
Advertisement