Advertisement

খেলা

ফের বিতর্কিত মন্তব্য ফাওলারের, শুনলে চোখ উঠবে কপালে!

কৌশিক বিশ্বাস
  • লিভারপুল,
  • 23 Apr 2021,
  • Updated 1:01 PM IST
  • 1/7

আরও একবার বিতর্কিত মন্তব্য করলেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। আরও একবার উঠে এলেন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। নাহ, এবার আর ভারতীয় ফুটবল নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। আসলে ইউরোপীয় ফুটবলের সম্প্রতি ১১টা অন্য দলের সঙ্গেই 'বিদ্রোহী' সুপার লিগে নাম লিখিয়েছিল লিভারপুল। সেই ঘটনারই সমালোচনা করেন তিনি।

  • 2/7

গত রবিবার এই 'বিদ্রোহী' সুপার লিগে নাম লিখিয়েছিল ১২টি দল। এরমধ্যে প্রিমিয়ার লিগের ছ'টা বড় দল ছিল। লক্ষ্য একটাই, আরও বেশি করে অর্থ উপার্জন করা। এমনকী তারা আগামী মরশুম থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যোগদান করবে না বলেও শোনা যাচ্ছিল। এই ঘটনার পরেই গোটা ফুটবল বিশ্ব জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় এবং সমর্থক থেকে প্রাক্তন ফুটবলার সকলেই এই ক্ষোভের আগুনে ফুটতে থাকেন।

  • 3/7

লিভারপুলের কিংবদন্তী ফুটবলার তথা ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল দলের প্রধান কোচ রবি ফাওলার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন। সেইসঙ্গে ক্লাবের এহেন সিদ্ধান্তে টুইটারে তিনি নিজের হতাশাও ব্যক্ত করেছিলেন।

  • 4/7

তিনি টুইট করে জানান, "যে খেলাটাকে আমরা ভালোবাসি, সেটা বর্তমানে বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। যদি আমরা প্রতিযোগিতার মূল্যবোধকে রক্ষা করতে না পারি, তাহলে এটা আরও বিপদের দিকে চলে যাবে। আমি জারগেন (ক্লপ) এবং আমাদের ক্লাবের পাশে রয়েছি। আমি বিশ্বের সমস্ত ফুটবল সমর্থকদের পাশে রয়েছি।"

  • 5/7

গত রবিবার ১২টি ক্লাব একসঙ্গে এই সিদ্ধান্ত ঘোষণা করার পর লিভারপুল বল ক্লপও নিজের মতামত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, "আমি ফুটবল খেলার মধ্যে এই প্রতিযোগিতার ব্যাপারটা যথেষ্ট উপভোগ করি। যদি চ্যাম্পিয়ন্স লিগে ওয়েস্ট হ্যাম খেলতে পারে, তাহলে আমি খুবই খুশি হব। আমি আর কিই বা বলতে পারি? এটা খুব একটা সহজ নয়।"

  • 6/7

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সমর্থকদের বিক্ষোভের মধ্যেই পিছু হটতে বাধ্য হয় এই ১২টি ক্লাব। সবথেকে আগে নিজের নাম ফিরিয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

  • 7/7

এরপর একে একে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পারও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এরপর লিভারপুলের কর্তারা সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

Advertisement
Advertisement