Advertisement

খেলা

Shane Warne Death: মৃত্যুর আগে ওয়ার্নের সঙ্গে দেখা করেছিলেন পরশুরাম পাণ্ডে, কে তিনি?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2022,
  • Updated 5:34 PM IST
  • 1/10

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne) ৪ মার্চ থাইল্যান্ডে মারা যান। শেন ওয়ার্ন থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন, যেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পুলিশ প্রথমিক ভাবে মনে করেছিল সাধারন ভাবেই , হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ওয়ার্ন। তবে এখন শেন ওয়ার্নের জীবনের শেষ মুহুর্তগুলি নিয়ে বিভিন্ন জিনিস বেরিয়ে আসছে।  এর মধ্যে একজন ব্যক্তির সম্পর্কে নতুন একটি বিষয় জানা গিয়েছে।

  • 2/10

থাইল্যান্ডে একটি দর্জির দোকান রয়েছে পরশুরাম পান্ডের। ৪৪ বছর বয়সী এই টেলর প্রাক্তন লেগ স্পিনারের মৃত্যুর চার ঘন্টা আগে সেই রিসর্টে গিয়ে ওয়ার্নের সঙ্গে দেখা করেন। 
 

  • 3/10


ওয়ার্ন ও পরশুরামের সঙ্গে পরিচয় আগে থেকেই ছিল। ২০১৯ সালে ওয়ার্ন এখান থেকে প্রায় ১০টি স্যুট কিনেছিলেন।  
 

  • 4/10

ডেইলিমেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ মার্চ দুপুর ১টার দিকে শেন ওয়ার্ন ব্রায়োনি টেইলার্সের দোকানে পৌঁছান। 
 

  • 5/10

পরশুরাম পান্ডে ডেইলিমেইলকে বলেন, ''শেন ওয়ার্ন যখন এলেন, তখন তিনি অনেক খুশি ছিলেন কারণ তিনি অনেক দিন পর থাইল্যান্ডে আসছেন।  শেন ওয়ার্ন দোকানে গিয়ে পরশুরাম পান্ডেকেও জড়িয়ে ধরেন। কিন্তু তার মাত্র চার ঘণ্টা পরেই সামনে আসে শেন ওয়ার্নের মৃত্যুর বিষয়টি। 
 

  • 6/10

পরশুরাম পান্ডে বলেছেন, ''তিনি একজন দুর্দান্ত গ্রাহক ছিলেন এবং আমিও তাঁর একজন বড় ভক্ত ছিলাম।''
 

  • 7/10

 শেন ওয়ার্নের যে বন্ধুদের সঙ্গে তিনি থাইল্যান্ডে ছিলেন, তাদের মধ্যে একজন পরশুরামের দোকান থেকে স্যুট বুক করে রেখেছিলেন। শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকাহত পরশুরাম পান্ডেও। 

  • 8/10

শেন ওয়ার্ন থাইল্যান্ডের সামুজানা ভিলায় ছিলেন সেখানেই তাঁর মৃতদেহ একটি ঘরে পাওয়া গিয়েছিল। শেন ওয়ার্নের হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে তাঁকে সিপিআর দেওয়া হলেও বাঁচানো যায়নি। ৫২ বছর বয়সী শেন ওয়ার্ন তাঁর কিছু বন্ধুদের সঙ্গে একদিন আগেই থাইল্যান্ডে পৌঁছেছিলেন। 
 

  • 9/10

থাইল্যান্ড পুলিশ শেন ওয়ার্নের মৃত্যুতে কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছে। পোস্টমর্টেম রিপোর্টেও জানা গেছে শেন ওয়ার্ন হার্ট অ্যাটাকে মারা গেছেন। শিগগিরই অস্ট্রেলিয়ায় পাঠানো হবে শেন ওয়ার্নের মরদেহ। 
 

  • 10/10

এই ছবিটি শেন ওয়ার্নের শেষ ছবি, যা থাইল্যান্ডে তাঁর বন্ধুর তোলা। শেন ওয়ার্নের মৃত্যুর পর, টম হল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটি শেয়ার করেছেন এবং তার বন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন।  

Advertisement
Advertisement