Advertisement

খেলা

Dhoni-Sakshi: ক্রিকেটারের স্ত্রী হওয়ার অভিজ্ঞতা কেমন? জানালেন সাক্ষী ধোনি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2022,
  • Updated 7:39 PM IST
  • 1/10

ভারতীয় ভক্তদের ওপর ক্রিকেটের গভীর প্রভাব রয়েছে। ক্রিকেটারদের স্ত্রীরাও ক্রিকেটারদের মতোই স্টারডম পান। খেলোয়াড়দের স্ত্রীদেরও প্রায়ই মাঠে দেখা যায়।

  • 2/10

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীও ক্রিকেট ভক্তদের কাছে তারকা থেকে কম নন।

  • 3/10

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মাঠে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ক্রমাগত চিয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। নিজের স্টারডম নিয়ে খোলাখুলি কথা বলেছেন সাক্ষী। চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন তিনি।

  • 4/10

সাক্ষী বলেছেন, 'আমরা গর্ব বোধ করি কারণ ধোনি কঠোর পরিশ্রম। ওকে খেলতে দেখতে ভারতের প্রচুর মানুষ পছন্দ করে।

  • 5/10

সাক্ষী আরও বলেন, ‘‘বাড়ির বাইরে ব্যক্তিগত পরিসর বলে কিছুই থাকে না। আপনি জানবেনও না কখন কতগুলি ক্যামেরা আপনার চার দিকে ঘিরে ধরেছে। অনেকেই ক্যামেরার সামনে স্বচ্ছন্দ তাদের সমস্যা হয় না। কিন্তু সবাই স্বচ্ছন্দ নাও হতে পারে। বিশেষ করে করে প্রকাশ্যে এটা কেউ পছন্দ নাও করতে পারে। তা ছাড়া ক্রিকেটারের স্ত্রী হলে মানুষ সব সময় আপনার সবকিছুতেই বিচার করতে চাইবে। এমনকি বন্ধুদের সঙ্গে কোথাও গল্প করলেও মানুষ তা নিয়ে কথা বলতে ছাড়বে না!’’

  • 6/10

নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন সাক্ষী। সাক্ষী বলেন, 'যতক্ষণ ক্যামেরার সামনে থাকেন, ততক্ষণ আপনার ব্যক্তিগত জায়গা নেই।'

  • 7/10

২০১০ সালে মহেন্দ্র সিং ধোনির ((Mahendra Singh Dhoni) সঙ্গে বিয়ে হয় সাক্ষীর

  • 8/10

আইপিএল চলাকালীন, চেন্নাই সুপার কিংসকে সমর্থন করতে তাঁর মেয়ে জিভা ধোনিকেও দেখা যায়। 

  • 9/10

এবারেও ধোনির সঙ্গেই থাকবেন সাক্ষী। আর তাঁদের মেয়ে জিভাও। ২০২০ সালে ধোনি আন্তর্জাতিক  ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপর থেকে তিনি শুধু আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। 

  • 10/10

চারবার আইপিএল ট্রফি জিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি। ভারতকে একদিনের বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টি২০ বিশ্বকাপও জিতিয়েছেন তিনি।  

Advertisement
Advertisement