আবারও শুরু হতে চলেছে পাকিস্তানের বহুচর্চিত টি-২০ লিগ। ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগের প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। এই মর্মে একটা থিমসং'ও এসেছে বাজারে। গানের লিরিক্স : "আজ দেখেগা ক্রাউড, মেরা গ্রুভ টিভি পে"। গত ৬ ফেব্রুয়ারি এই গানটা রিলিজ় করা হয়েছিল। তবে পাকিস্তান সুপার লিগের এই অ্যান্থেম লোকজন খুব একটা পছন্দ করছেন না। আর সেকারণেই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বহুবার ট্রোল করা হয়ে গেছে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারও এই গানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও একহাত নিয়েছেন। এই অ্যান্থেম প্রসঙ্গে নিজের রাগ জাহির করে তিনি পিসিবি'কেই অভিযোগের কাঠগড়ায় তুলেছেন। এমনকী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
শুধুমাত্র এই কথা বলেই থেমে থাকেননি শোয়েব আখতার। তিনি আরও যোগ করেন, "কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মাথায় এমন বুদ্ধি ঢোকালো? তোমরা আমার সন্তানদের এতটাই ভয় পাইয়ে দিয়েছ যে ওরা তিনদিন আমার সঙ্গে কোনও কথা বলেনি।" যদিও আখতার মজার ছলেই এই কথাগুলো বলছিলেন। সাফ জানালেন, এমন একটা অ্যান্থেমের জন্য তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সোজা আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন।
উল্লেখ্য, এবারের পিএসএল টুর্নামেন্টে স্টেডিয়ামের ভিতরে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই প্রসঙ্গে পিসিবি জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্টেডিয়ামে ২০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ মরশুম।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর করাচি জাতীয় স্টেডিয়ামে আয়োজিক উদ্বোধনী ম্যাচে প্রায় সাড়ে সাত হাজার দর্শক উপস্থিত থাকতে পারবে। অন্যদিকে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন সাড়ে পাঁচ হাজার দর্শক।