Advertisement

খেলা

গাব্বায় বিধ্বংসী Sourav, মনে আছে তো মহারাজের ১৪৪-র কথা!

কৌশিক বিশ্বাস
  • 14 Jan 2021,
  • Updated 4:00 PM IST
  • 1/9

সিডনি টেস্ট ড্র হওয়ার পর এখন প্রত্যেকের নজর ব্রিসবেন টেস্টের উপরেই রয়েছে। কারণ এই টেস্ট ম্যাচেই সিরিজ়ের ফলাফল নির্ধারিত হতে পারে। 

কিন্তু, পরিসংখ্যান বলছে যে ১৯৮৮ সালের পর অস্ট্রেলিয়া গাব্বায় একটিও টেস্ট ম্যাচ হারেনি। তবে সিরিজ়ের অন্তিম ম্যাচেও অস্ট্রেলিয়া তাদের পরিসংখ্যান অক্ষুণ্ণ রাখতে পারবে? অন্যদিকে, অজিঙ্কা রাহানের নেতৃত্বেও ভারত এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। সেইদিক থেকে বিচার করলে ভারতও কিছুটা হলে এগিয়ে রয়েছে।

  • 2/9

এখনও পর্যন্ত বিরাট কোহলিই একমাত্র ভারতীয় ক্রিকেট অধিনায়ক যিনি অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ় জিতে ফিরে এসেছেন। যদি এই ব্রিসবেন টেস্ট কোনওক্রমে রাহানে ব্রিগেড জিততে পারে, তাহলে অজিঙ্কা বিরাটের রেকর্ডকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন। কারণ তিনিই হবেন দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যিনি অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ় জয় করে ফিরবেন।

  • 3/9

এত পরিসংখ্যানের ভিড়েও আশা করি আপনারা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৪৪ রানের কথা ভুলে যাননি। এই গাব্বার উইকেটেই মহারাজ এমন একটি বিধ্বংসী ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন।

  • 4/9

সালটা ছিল ২০০৩। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সৌরভের ১৪৪ রানের দৌলতেই সেই ম্যাচটি ড্র করেছিল ভারতীয় ক্রিকেট দল। জেসন গিলেসপি কিংবা নাথান ব্র্যাকেনের মতো স্পিড স্টারদের সামনে সৌরভ যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলেন, সেটা ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

  • 5/9

সেবার ব্রিসবেনে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • 6/9

টসে জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩২৩ রানে অলআউট হয়ে যায়। ওই ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার ১২১ রান করেছিলেন। পাশাপাশি রিকি পন্টিং করেছিলেন দুরন্ত একটি হাফ সেঞ্চুরি। পাশাপাশি প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন ভারতের পেস বোলার জ়াহির খানও। এরপর ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। আকাশ চোপড়া (৩৬) এবং বীরেন্দ্র সেহওয়াগ (৪৫) শুরুটা ভালো করলেও দ্রাবিড় (১) আর সচিন (০) সেভাবে কিছু করতে পারেননি।

  • 7/9

অবশেষে দলের হাল ধরেন সৌরভ এবং লক্ষ্মণ। সৌরভ ১৯৬ বলে খেলে ১৪৪ রান করেন। স্ট্রাইক রেট ৭৩.৪৭। তিনি ওই ইনিংসে মোট ১৮টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। অন্যদিকে ১১৩ বলে ৭৫ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। তিনি ১১টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। প্রথম ইনিংসে ভারত ৮৬ রানের লিড নিয়েছিল।

  • 8/9

দ্বিতীয় ইনিংসে সৌরভকে অবশ্য আর ব্যাট করতে নামতে হয়নি। তার আগেই ম্যাচটি ড্র ঘোষণা করে দেওয়া হয়েছিল।

  • 9/9

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র সৌরভ একাই নন গাব্বার উইকেটে আরও এক ভারতীয় ব্যাটসম্যান ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তিনি আর কেউ নন, দলের ওপেনার মুরলি বিজয়। ২০১৪ সালে তিনি এমন একটি ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন।

Advertisement
Advertisement