Advertisement

খেলা

Sunil Chhetri: গড়ছেন একের পর এক রেকর্ড, সুনীল ছেত্রী যেন নজিরের অপর নাম

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jun 2022,
  • Updated 2:57 PM IST
  • 1/10

শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ যেতে ভারত। একটি গোল করেন সুনীল ছেত্রী। একটি গোল সাহাল আব্দুল সামাদের।

  • 2/10

সুনীল ছেত্রী ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে ৮৩টি গোল করে ফেললেন। 

  • 3/10

একই সময়ে, ছেত্রী এখন আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
 

  • 4/10

সক্রিয় ফুটবলারদের মধ্যে ছেত্রীর চেয়ে এগিয়ে আছেন  শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) এবং লিওনেল মেসি (আর্জেন্টিনা)। রোনাল্ডো ১৮৮ ম্যাচে ১১৭ গোল করেছেন এবং মেসি ৮৬ (১৬২ম্যাচে)।
 

  • 5/10

কম্বোডিয়ার বিরুদ্ধে সুনীল ছেত্রীর জোড়া গোলে জয় পেয়েছিল ভারত। এরপর ফের আফগানিস্তান ম্যাচে গোল পেলেন ভারতের অধিনায়ক।
 

  • 6/10

শনিবারের ম্যাচে ৮৬ মিনিটে অসাধারন ফ্রিকিকে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী।
 

  • 7/10

সুনীলই একমাত্র ভারতীয় ফুটবলার যিনি ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকায় ক্লাব ফুটবল খেলেছেন। পর্তুগালের স্পোর্টিং লিসবনে খেলার পাশাপাশি কানসাস সিটি উইজার্ডস টিমেও খেলেছেন সুনীল।

  • 8/10

সুনীল ইন্ডিয়ান সুপার লিগে ৫১টি গোল করেছেন। তাঁর চেয়ে মাত্র দুটি গোল বেশি রয়েছে ওগবেচের। তিনি এখনও অবধি ৫৩টি গোল করেছেন। 
 

  • 9/10

বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএল-এ প্রথম হ্যাটট্রিক করেছিলেন সুনীল। ২০১৫ সালে এই রেকর্ড গড়েন ভারতীয় ফুটবলের কিংদন্তি। 
 

  • 10/10

আই লিগেও সুনীল সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে মোট ৯০টি গোল করেছেন তিনি।

Advertisement
Advertisement