শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ যেতে ভারত। একটি গোল করেন সুনীল ছেত্রী। একটি গোল সাহাল আব্দুল সামাদের।
সুনীল ছেত্রী ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে ৮৩টি গোল করে ফেললেন।
একই সময়ে, ছেত্রী এখন আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
সক্রিয় ফুটবলারদের মধ্যে ছেত্রীর চেয়ে এগিয়ে আছেন শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) এবং লিওনেল মেসি (আর্জেন্টিনা)। রোনাল্ডো ১৮৮ ম্যাচে ১১৭ গোল করেছেন এবং মেসি ৮৬ (১৬২ম্যাচে)।
কম্বোডিয়ার বিরুদ্ধে সুনীল ছেত্রীর জোড়া গোলে জয় পেয়েছিল ভারত। এরপর ফের আফগানিস্তান ম্যাচে গোল পেলেন ভারতের অধিনায়ক।
শনিবারের ম্যাচে ৮৬ মিনিটে অসাধারন ফ্রিকিকে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী।
সুনীলই একমাত্র ভারতীয় ফুটবলার যিনি ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকায় ক্লাব ফুটবল খেলেছেন। পর্তুগালের স্পোর্টিং লিসবনে খেলার পাশাপাশি কানসাস সিটি উইজার্ডস টিমেও খেলেছেন সুনীল।
সুনীল ইন্ডিয়ান সুপার লিগে ৫১টি গোল করেছেন। তাঁর চেয়ে মাত্র দুটি গোল বেশি রয়েছে ওগবেচের। তিনি এখনও অবধি ৫৩টি গোল করেছেন।
বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএল-এ প্রথম হ্যাটট্রিক করেছিলেন সুনীল। ২০১৫ সালে এই রেকর্ড গড়েন ভারতীয় ফুটবলের কিংদন্তি।
আই লিগেও সুনীল সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে মোট ৯০টি গোল করেছেন তিনি।