Advertisement

খেলা

কোথায় আয়োজন করা হচ্ছে টি-২০ বিশ্বকাপ, জেনে নিন এক ক্লিকে

Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Apr 2021,
  • Updated 1:50 PM IST
  • 1/4

আগামী অক্টোবর মাসে ভারতে আয়োজিত হতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপে খেলার জন্য ভিসা পাবে পাকিস্তান ক্রিকেট দল। কেন্দ্রীয় সরকারের থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই বিসিসিআই সচিব জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ আধিকারিকদের একথা জানিয়েছেন।

  • 2/4

জয় শাহ গতকাল এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত বৈঠকে একথা জানিয়েছেন। এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের টি-২০ বিশ্বকাপ ভারতের ৯টি জায়গায় আয়োজন করা হবে। এবং আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা খেলা হবে। অন্য জায়গাগুলোর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা এবং লখনৌ।

  • 3/4

বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, "পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা দেওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, সেটার এবার সমাধান হয়ে গেছে। তবে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের ভারতে আসার অনুমতি দেওয়া হবে কী না, সেই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে সময় থাকতেই এটা ঠিক করে ফেলা হবে।"

  • 4/4

রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিগত এক দশক ধরে কোনও দ্বিপাক্ষিক ম্যাচ খেলা হয়নি।

Advertisement
Advertisement