Advertisement

খেলা

সচিনের মতো ব্যাটসম্যান আর কেউ নেই, বললেন পাকিস্তানের এই ক্রিকেটার

Aajtak Bangla
  • 18 Nov 2020,
  • Updated 12:52 PM IST
  • 1/6

সচিনের বিরুদ্ধে খেলার স্মৃতি আরও একবার তাজা করে নিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার আকিব জাভেদ। সম্প্রতি সমর্থকদের সঙ্গে কথাবার্তা বলার সময় আকিব বললেন যে ক্রিকেটের ময়দানে ভারত এবং পাকিস্তানের মধ্যে বরাবরই কঠিন লড়াই হত। আর এই লড়াইয়ে সচিন নিজের স্বতন্ত্র্য ছাপ রেথে যেতেন। সেটা তিনি আজও ভুলতে পারেননি।

  • 2/6

আজ থেকে প্রায় ৩১ বছর আগের ঘটনা। ১৫ নভেম্বর মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সচিন। সচিনের প্রসঙ্গ উঠতেই আকিব মন খুলে প্রশংসা করলেন।

  • 3/6

পাকিস্তানের এই প্রাক্তন ডানহাতি বোলার সচিনের প্রশংসা করতে গিয়ে বললেন, ভারতের এই মহান ব্যাটসম্যানের মধ্যে প্রতিভার কোনও অভাব ছিল না। সেইসঙ্গে তিনি এও যোগ করেন যে গোটা ক্রিকেট বিশ্বে সচিন কয়েকবছর ধরে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিলেন। ভারতের এই মহানুভব ব্যাটসম্যান সম্পর্কে আকিব বললেন, সচিনের কাছে যতটা প্রতিভা ছিল, তার ১০০ শতাংশ প্রভাব মাঠের মধ্যে দেখতে পাওয়া যেত। বেশ কয়েকবছর ধরেই ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে ছিলেন সচিন। তাঁর মতো প্রতিভাশালী ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে খুব কমই রয়েছে।

  • 4/6

১৯৯১ সালে ভারতের বিরুদ্ধে ৩৭ রানে সাত উইকেট শিকার করেছিলেন আকিব। এই প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, এমন পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট সমর্থকেরা তাঁকে ঘৃণা করতে শুরু করেন। সেইসময় ক্রিকেটে খুব একটা বেশি টেকনিক ছিল না। আম্পায়াররাও নিজেদের মর্জিমাফিক আউট দিতেন। আর আম্পায়ার যা সিদ্ধান্ত নিতেন, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হত। 

  • 5/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৪৮ বছর বয়সি আকিব ১৯৮৯ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেন। ১৬৩টি ম্যাচে ১৮২টি এবং ২২টি টেস্ট ম্যাচে ৫৪টি উইকেট তিনি শিকার করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ১২১টি ম্যাচে ৩৫৮টি উইকেট নেন। ১৯৯১ সালে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে তিনি সাত উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে তাঁর একটি হ্যাটট্রিকও হয়। হ্যাটট্রিকে রবি শাস্ত্রী মহম্মদ আজ়হারউদ্দিন এবং সচিন তেন্ডুলকরকে আউট করেছিলেন। 

  • 6/6

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন আকিব। ৩৯টি একদিনের ম্যাচে তিনি ৫৪টি উইকেট শিকার করেন। বোলিং গড় ছিল ২৪.৬৪। শুধু তাই নয় ভারতের বিরুদ্ধে তিনি চারবার ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও অর্জন করেন।

Advertisement
Advertisement