Advertisement

খেলা

Best Footballers In 2022: বছরের সেরা ১০ ফুটবলার, শীর্ষে মেসি, বাকিরা কোথায়?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Dec 2022,
  • Updated 12:28 AM IST
  • 1/10

কিছুদিন আগেই শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। সেখানে দারুণ পারফর্ম করতে দেখা গিয়েছে লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappe)। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফাইনালে টানটান লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে জয় ছিনিয়ে নেয় মেসির আর্জেন্টিনা। দেখে নেওয়া যাক এই বছরের সেরা দশ ফুটবলারকে।
 

  • 2/10

লিওনেল মেসি- বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতার ক্ষেত্রে মেসির ভূমিকা অনস্বীকার্য। আর্জেন্টিনা (Atgentina) দলের প্রতিটি সদস্যের কাছে মেসি স্বপ্নের তারকা। এবারের বিশ্বকাপে সাতটি গোল করেছেন মেসি। তবে শুধু দেশের হয়ে নয়, ক্লাব পর্যায়েও দারুণ ফুটবল খেলেছেন মেসি। শুধু গোল করা নয়, উভয় ক্ষেত্রেই গোল করিয়েছেন মেসি। তাই তিনিই এবারের সেরা ফুটবলার। 
 

  • 3/10

কিলিয়ান এমবাপে- ফাইনালের মত মঞ্চে একাই যেন লড়ে যাচ্ছিলেন এমবাপে। হ্যাটট্রিক করলেও দলের হার বাঁচাতে পারেননি তরুণ স্ট্রাইকার। ইতিমধ্যেই একটি বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে তাঁর। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল তাঁর। আটটি গোল করেছেন এবারের বিশ্বকাপে। ফ্রান্সকে ফাইনালে তোলার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল তাঁর। 
 

  • 4/10

নেইমার- ব্রাজিল দলের হয়ে দুটি ম্যাচ চোটের জন্য খেলতে পারেননি নেইমার (Neymar)। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি থাকলেও দলের হার বাঁচাতে পারেননি। তবে সব মিলিয়ে এই বছরে দারুণ খেলেছেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে ৭৭টি গোল করে পেলেকে ছুঁয়ে ফেলেছেন নেইমার।   
 

  • 5/10

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- সময়টা একেবারেই ভাল যাচ্ছে না রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পর পর্তুগাল(Portugal) জাতীয় দলেও জায়গা হয়নি তাঁর। বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে তাঁকে পরে নামান হয়। ক্ষোভ গোপন করেননি সিআর সেভেন। 
 

  • 6/10

হ্যারি কেন- বিশ্বকাপে ভাল ছন্দে ছিলেন হ্যারি কেন (Harry Kane)। ইংল্যান্ডের হয়ে ৫ ম্যাচে ২টি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছিলেন কেন। সব মিলিয়ে ৮০ ম্যাচে ৫৩টি  গোল রয়েছে তাঁর।  
 

  • 7/10

ভার্জিল ভ্যান ডাইক- ডাচ পেশাদার ফুটবলার। প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলেন। বিশ্বের সেরা ডিফেন্ডার হিসাবে বিবেচিত, ভ্যান ডাইক তার শক্তি ও নেতৃত্বের জন্য পরিচিত।

  • 8/10

জুলিয়ান আলভারেজ- এবারের বিশ্বকাপে দারুণ নজর কেড়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বিশ্বকাপে চারটি গোল রয়েছে তাঁর। এবারে দারুণ ছন্দে ছিলেন জুলিয়ান। মেসির পাশে থেকে নিজের আরও উন্নতি করেছেন তিনি।
 

  • 9/10

এমিলিয়ানো মার্টিনেজ- এবারের বিশ্বকাপে যে সমস্ত গোলকিপার অসাধারণ পারফর্ম করেছেন তাদের মধ্যে মার্টিনেজ অন্যতম। ফাইনালে একটি শট টাইব্রেকার সেভ করার পাশাপাশি গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছেন তিনি।  

  • 10/10

অলিভার জিরু- ফ্রান্সের অলিভার জিরু এই বছরে দারুণ পারফর্ম করেছেন। ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে চারটি গোল করেছেন তিনি। স্ট্রাইকার হিসেবে তিনি বেশ প্রভাব ফেলেছিলেন এবারের বিশ্বকাপে।

Advertisement
Advertisement