পূজারার সঙ্গে কথা বলছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। দ্বিতীয় টেস্টে ভাল ব্যাট করেছেন পূজারা ও রাহানে। তৃতীয় টেস্টে আরও ভাল ব্যাট করতে পারেন কি না সেটাই দেখার।
অজিঙ্কা রাহানেও অনেক দিন পর ভাল ফর্মে ফিরেছেন। তৃতীয় টেস্টে ইতিহাস গড়তে হলে জিততেই হবে ভারতকে। মিডল অর্ডারে ভরসা যোগাতে অজিঙ্কা রাহানের ফর্ম জরুরী।
ভাল ফর্মে রয়েছেন কেএল রাহুল। গত ম্যাচে অধিনায়ক হলেও ম্যাচ জিততে পারেননি কেএল রাহুল। ডিন এলগারের ভাল ব্যাটিংয়ের জন্য ম্যাচ হারে ভারত।
নেটে বল করেছেন বুমরা। আশা করা যায়, তৃতীয় টেস্টে খেলবেন তিনি।
নেটে বল করেছেন অশ্বিনও। গত ম্যাচে ভাল বল করলেও পেস সহায়ক উইকেটে সে ভাবে বল করার সুযোগ পাননি ভারতের এই অফস্পিনার।
বিরাটকে ব্যাট করতে দেখে নিশ্চিত ভাবেই খুশি হবেন ভারতীয় দলের সমর্থকরা। দ্বিতীয় টেস্টে খেলতে না পারলেও ব্যাট করেছিলেন বিরাট।
একই সঙ্গে কেপটাউনে এখন পর্যন্ত কোনো এশিয়ান দল দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারাতে পারেনি। যদি ভারতীয় দল এই ম্যাচটি জিততে পারে তবে ইতিহাস গড়বে ভারত
তৃতীয় টেস্টে খেলবেন মহম্মদ শামীও। প্রথম টেস্টে ভাল; বল করেছেন বাংলার এই পেসার।
সিরাজ চোটের কারনে খেলতে নাও পারেন। তাই নিজেকে ফের প্রমান করতে চাইছেন ইশান্ত শর্মা। রবিবার অনুশীলনে বল করতে দেখা যায় ইশান্তকে।
ভারতীয় ক্রিকেট অনুরাগীদের আশস্ত করবে এই দৃশ্য। অনুশীলনে ব্যাট করছেন বিরাট কোহলী।