Advertisement

খেলা

Virat Kohli Trending T20 World Cup 2022: ব্যাট ছাড়াই ম্যাচ জেতালেন Superman বিরাট, নেট দুনিয়ায় ট্রেন্ডিং কোহলি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Oct 2022,
  • Updated 7:41 PM IST
  • 1/8

প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিশ্বের অবিদিত ক্রিকেট কিংবদন্তী বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপ ২০২২ এর মূল পর্ব শুরুর আগে বিপক্ষ দলের জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছেন। দেখিয়ে দিয়েছেন, তিনি শুধু ব্যাট হাতেই নন, ফিল্ডিংয়েও মাঠ মাতাতে তৈরি। যার ঝলক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচেই বুঝে গিয়েছে গোটা দুনিয়া।

  • 2/8

আসলে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ২০২২-এর সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া সঙ্গে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ভারত। এর আগও একটি আনঅফিসিয়াল ম্যাচ ছিল, সেখানে বিরাট কোহলি খেলেননি।

  • 3/8

ব্রিসবেনে খেলা প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারতীয় দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয়। ম্যাচে কোহলি ব্যাট হাতে ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কিন্তু এদিন নিজের ফিল্ডিংয়ে গোটা মাঠ মাতিয়ে দেন। এখন তার সেই দুর্দান্ত ফিল্ডিং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

  • 4/8

১২৭ রানের টার্গেটের জবাবে অস্ট্রেলিয়া টিম ১৮০ রানে আটকে যায়। এক সময়ে টিমের দুই ওভারে ১৬ রান দরকার ছিল। সেই সময়ে অস্ট্রেলিয়ার হাতে ৬ টি উইকেট ছিল। তখনই অ্যারন ফিঞ্চ ৭৯ এবং টিম ডেভিড ৫ রান করে টিমকে নির্ভরতা দিয়ে জয়ের রাস্তায় নিয়ে যাচ্ছিলেন।

 

  • 5/8

এই সময় ১৯তম ওভারে হর্ষল প্যাটেল, অ্যারন ফিঞ্চকে আউট করে দেন এবং এরপরে বিরাট কোহলি নিজের লেপার্ডের ক্ষিপ্রতায় পরের বলেই টিম ডেবিডকে পড়ে যেতে যেতে রান আউট করে দেন। তার direct থ্রো টিম ডেভিডকে এর দিকের উইকেট ভেঙে দেয়।

 

  • 6/8

এক হাতে রান আউট করার পর কোহলি ফিল্ডিংয়ে আরও চমক বাকি রেখেছিলেন। শেষ ওভারে অস্ট্রেলিয়ার চার বলে যখন সাত রান দরকার সেই সময় মহম্মদ শামির বলে প্যাট কামিন্স একটি বল তুলে মারেন। বলটি নিশ্চিত ৬ হতে চলেছে বলে মনে করছিলেন সকলেই, সেই সময় সোজা বাউন্ডারিতে যাওয়া বল একহাতে চিলের মতো শরীর বাঁকিয়ে ধরে ফেলেন বিরাট কোহলি। সেখানেই ম্যাচের ভাগ্য বদলে যায়।

  • 7/8

এখন ভারতীয় দল নিজেদের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এরপরে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ডকাপে নিজের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর অর্থাৎ আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চলেছে।

 

  • 8/8

সমস্ত ফটো ক্রেডিট-টুইটার

Advertisement
Advertisement