Advertisement

খেলা

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জ্বালা, তারিখটা জানেন তো?

কৌশিক বিশ্বাস
কৌশিক বিশ্বাস
  • 13 Apr 2021,
  • Updated 6:30 PM IST
  • 1/7

বেশ কয়েকবছর ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। অবশেষে খবরটা পাকা হল। দেশের প্রখ্যাত মহিলা ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা বিয়ে করতে চলেছেন অভিনেতা বিষ্ণু বিশালকে। আজই সেই বিয়ের দিন ঘোষিত হয়ে গেল। জানা গেছে, আগামী ২২ এপ্রিল তিনি বিয়ে করতে চলেছেন।

  • 2/7

ইতিপূর্বে জ্বালার সঙ্গে বিষ্ণু বিশালের বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। গত ২৬ মার্চ বিষ্ণুর নতুন সিনেমা অরণ্য মুক্তি পেয়েছে। তার তবে সিনেমাটি মুক্তির আগেই এক সাংবাদিক বৈঠকে অভিনেতা বিয়ের এই খবরে সিলমোহর লাগিয়েছিলেন।

  • 3/7

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অরণ্য'তে বিখ্যাত 'হাতি মেরে সাথী' সিনেমারই রিমেক করা হয়েছে। এই সিনেমায় তিনি মাহুতের ভূমিকায় অভিনয় করছেন। সেই প্রথমবার তিনি বিয়ের কথা প্রকাশ্যে আনেন।

  • 4/7

ইতিপূর্বে বিষ্ণু বলেন, "আমরা এবার সত্যি সত্যিই সাত পাকে বাঁধা পড়তে চলেছি। আগামী কয়েকদিনের মধ্যেই আমি তেলুগু জামাইবাবু হতে চলেছি। আমি খুব খুশি। খুব তাড়াতাড়ি আমরা বিয়ের তারিখ ঘোষণা করব।"

  • 5/7

সেইসঙ্গে বিষ্ণু এও যোগ করেন, "আমি জ্বালাকে ধন্যবাদ জানাতে চাই। এই সিনেমাটা করার সময় ও আমাকে খুব সাপোর্ট করেছে। আমার পাশে সবসময় ছিল।"

  • 6/7

গত বছর ৭ সেপ্টেম্বর জ্বালাকে তাঁর জন্মদিকে প্রোপজ় করে চমকে দিয়েছিলেন বিষ্ণু। হায়দরবাদে গিয়ে অভিনেতা এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখেন।

  • 7/7

ইতিপূর্বে রজনীকে বিয়ে করেছিলেন বিষ্ণু বিশাল। তাঁদের আরিয়ান নামে একটা ছেলেও রয়েছে। তবে দু'জনের মধ্যে মতপার্থক্য থাকার কারণে ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। অন্যদিকে জ্বালাও চেতন আনন্দকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১১ সালে তাঁরও বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

Advertisement
Advertisement