Advertisement

খেলা

Jasprit Bumrah Replacement: চোটের জন্য IPL-এ নেই বুমরা, কার উপর ভরসা করতে পারে MI?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Mar 2023,
  • Updated 6:32 PM IST
  • 1/7

পিঠের চোটের জন্য ইতিমধ্যেই আইপিএল থেকে বাদ পড়ে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বেশ কয়েকমাস ধরেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে দূরে রয়েছেন ভারতের পেসার। জানা গিয়েছে তাঁর চোট সারতে বেশ কিছু মাস সময় লাগবে। 
 

  • 2/7

চোটের জন্যই টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ (India vs Australia) ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের পেসার। কিছুদিন আগেই জানা যায়, আইপিএল-এও (IPL) খেলতে পারবেন না তিনি। 
 

  • 3/7

বুমরা না খেললে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পেস বোলিং সামলাবেন কে? অর্থাৎ বুমরার বিকল্প কে হবেন? তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বুমরার জায়গায় দুর্দান্ত বিকল্প হতে পারেন এই তিন ফাস্ট বোলার। 
 

  • 4/7

সন্দীপ শর্মা: সন্দীপ শর্মা আইপিএলে অনেক স্মরণীয় পারফরম্যান্স করেছেন, কিন্তু তিনি সর্বদা আন্ডাররেটেড খেলোয়াড়দের মধ্যে গণনা করেছেন। সন্দীপ ১০৪ ম্যাচে ২৬.৩৩ গড়ে এবং ৭.৭৭ এর ইকোনমি রেটে ১১৪টি উইকেট নিয়েছেন। সন্দীপ শর্মার প্রথম ওভারে দুই দিকেই বল সুইং করার ক্ষমতা রয়েছে। যদিও তিনি জসপ্রীত বুমরার বদলি হিসেবে মুম্বই দল তাকে দলে অন্তর্ভুক্ত করলে অবাক হওয়ার কিছু নেই।
 

  • 5/7

ধাওয়াল কুলকার্নি: ডানহাতি ফাস্ট বোলার ধাওয়াল কুলকার্নি গত বছর মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন। কুলকার্নি আইপিএলে রাজস্থান রয়্যালস এবং গুজরাত লায়ন্সের হয়েও খেলেছেন। ৩৪ বছর বয়সী ধওয়াল কুলকার্নির আইপিএলে দুর্দান্ত রেকর্ড রয়েছে। কুলকার্নি এখনও পর্যন্ত ৯২টি ম্যাচে ২৮.৭৭ গড়ে ৮৬টি উইকেট নিয়েছেন। সন্দীপ শর্মার মতো ধাওয়ালও পাওয়ারপ্লেতে দারুণ বোলিং করতে পারেন। 
 

  • 6/7

অর্জন নাগওয়াসওয়ালা: তরুণ বাঁহাতি ফাস্ট বোলার অর্জন নাগওয়াসওয়ালার এখনও আইপিএলে অভিষেক করেননি, তবে তিনি এমন একজন খেলোয়াড় যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন৷ মুম্বই ইন্ডিয়ান্সের এই খেলোয়াড়কে জসপ্রীত বুমরার বিকল্প হিসেবেও বিবেচনা করা হতে পারে। ২৫ বছর বয়সী নাগওয়াসওয়ালা মুশতাক আলি ট্রফিতে ২৫ ম্যাচে ১৬.৬২ গড়ে ৩৫টি উইকেট নিয়েছেন। তিনি এই টুর্নামেন্টের শেষ মৌসুমে ১৮.১৪ গড়ে সাত উইকেট নিয়েছিলেন।
 

  • 7/7

২০২২ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজের পর থেকে জসপ্রীত বুমরা ভারতের হয়ে খেলেননি। বুমরার চোটের কারণে গত বছর এশিয়া কাপ থেকে বাদ পড়তে হয়েছিল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে হয়েছিল। নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরেও বুমরা ছিলেন না। এ বছর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের বাইরে ছিলেন। 
 

Advertisement
Advertisement