গতবছর লঞ্চ হয়েছিল Apple iPhone 13। এটি সংস্থার প্রিমায়ম স্মার্টফোন। এখন আপনার যদি এই স্মার্টফোন কেনার প্ল্যান থাকে তাহলে জেনে নিন কীভাবে তা সবচেয়ে সস্তায় পেতে পারেন।
Amazon ও Flipkart ছাড়া অন্যান্য ওয়েবসাইটেও এই স্মার্টফোনের ওপর দেওয়া হচ্ছে ডিসকাউন্ট। Tata Croma থেকে আরও সস্তায় কেনা যাবে ফোনটি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
আরও পড়ুন - দার্জিলিঙে মর্নিংওয়াকে বেরিয়ে মোমো বানালেন মমতা
Apple India ওয়েবসাইট
এই ওয়েবসাইট থেকে ফোনটির বেস ভেরিয়ান্ট ৭৯,৯০০ টাকায় কেনা যাচ্ছে। এখানে সংস্থা নো-কস্ট EMI এবং এক্সচেঞ্চ অফারও দিচ্ছে।
Amazon
এখানে ফোনটিতে ৫ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে ফোনের দাম কমে দাঁড়াচ্ছে ৭৪,৯০০ টাকায়। এছাড়াও থাকছে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্চ অফার। রয়েছে স্ট্যান্ডার্ড EMI পেমেন্ট অপশানও।
Flipkart
এখানেও ফোনটিতে দেওয়া হচ্ছে ৫,০০০ টাকার ছাড়। থাকছে ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়া ICICI Bank ও Kotak Bank-এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে ইনস্ট্যান্ট ৬ হাজার টাকা ছাড়ও দিচ্ছে ফ্লিপকার্ট।
Tata Croma
এখানেও পেয়ে যাবেন Apple iPhone 13। দাম ধার্য করা হয়েছে ৭৩,৯৯০ টাকা। তাছাড় রয়েছে ৬ হাজার টাকা অতিরিক্ত ছাড়। তবে এই ছাড় দেওয়া হচ্ছে ICICI Bank, Kotak Bank ও State Bank of India-র ক্রেডিট কার্ডে। ফলে ফোনটি কেনা যাবে ৬৭,৯৯০ টাকায়।