Apple iphone 14 Max Pro Latest Deal: সওয়া লাখ টাকার iphone পাওয়া যাচ্ছে শুধুমাত্র ৬২৬৮ টাকায়। এই সুযোগ দিচ্ছে অ্যাপেল আইফোন কোম্পানি। আসুন ডিটেলস জেনে নিই। সুযোগ হাতছাড়া করবেন কি না, নিজেই ঠিক করুন।
অ্যাপেলের আইফোনের পপুলারিটি সর্বজনবিদিত। যে কোনও বড় কোম্পানির ফোনকে টেক্কা দেয় এই ফোন। এই ফোন পাওয়ার জন্য মানুষ পাগল। কোম্পানির লেটেস্ট স্মার্টফোন অ্যাপল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম ১ লাখ ২৭ হাজার ৯৯৯ টাকা।
আজ আমরা আপনাকে স্মার্টফোনটি একটি বিশেষ ডিলের বিষয়ে জানাতে যাচ্ছি। যার বাড়িতে বসেই ডেলিভারি নিতে পারবেন। এই ডিলের বিষয়ে জানার আগে এর স্পেসিফিকেশন এ বিষয়ে জানা জরুরি।
Apple iphone ১৪ প্রো ম্যাক্স এ ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে আইল্যান্ড ডায়নামিক নচ এর ব্যবহার করা হয়েছে। যার মধ্যে একাধিক কন্ট্রোলও পাওয়া যায়।
এই স্মার্টফোনে আলভেজ অন ডিসপ্লে প্রোমোশন টেকনোলজি, ১২০৮ জেড এর রিপ্লেস রেট এবং ওয়াইড কালার দেখতে পাওয়া যায়। এর মধ্যে ২ হাজার নটসের পিক ব্রাইটনেস পাওয়া যায়।
Apple iphone ফোরটিন প্রো ম্যাক্স এ সিক্সটিন বায়োনিক চিপ, সিক্স প্রো প্রসেস -এর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর বিশেষভাবে আইফোনের জন্য তৈরি করা হয়।
অ্যাপেল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর ব্যাক প্যানেলের উপর ট্রিপল ক্যামেরা সেটাপ পাওয়া যাবে। এর মধ্যে ৪৮ মেগাপিক্সেল, প্লাস ১২ মেগাপিক্সেল প্লাস ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সঙ্গে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।
অ্যাপেল আইফোন ১৪ প্রো ম্যাক্সের ডুয়েল সিমের সাপোর্ট পাওয়া যায়। এর মধ্যে একটি ই-সিমও লাগাতে পারবেন। একাধিকবার এই সিকিউরিটি হিসেবে খুব ভালো বলে এটিকে মনে করা হয়।
আইফোন ১৪ প্রো ম্যাক্স এর এই ভ্যারিয়েন্টটি ৬২৮৮ টাকা ইএমআইতে কিনতে পারবেন। আসলে ফ্লিপকার্টে ইএমআই অপশন আছে।
Flipkart এ লিস্টে দেওয়া তথ্য অনুযায়ী SBI কার্ড এর ব্যবহার করে এই সুবিধা নিতে পারবেন। ১৬% সুদে ২৪ মাসের অপশনে এটি পাওয়া যাবে। এর দাম ৬২৬৮ টাকা প্রতি মাস পড়বে। এতে ২২ হাজার ৪১৪ টাকার ইন্টারেস্ট ব্যাকও পাওয়া যাবে।