আজ Redmi Note 11S-এর প্রথম সেল। এই স্মার্টফোনটি সম্প্রতিই ভারতে লঞ্চ হয়েছে। প্রথম সেলে এই স্মার্টফোন দেওয়া হচ্ছে ডিসকাউন্ট। Redmi Note 11-এর সঙ্গে এই স্মার্টফোনটি লঞ্চ করেছিল সংস্থা। এতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট যুক্ত AMOLED স্ক্রিন এবং 108MP কোয়াড রিয়ার ক্যামেরা সেট-আপ। তাছাড়া এতে রয়েছে MediaTek Helio G96 প্রসেসার ও 5000mAh ব্যাটারি।
রেডমির এই ফোনটি তিনটি RAM ও স্টোরেজ কনফিগারেশানে পাওয়া যাচ্ছে। Redmi Note 11S-এর 6GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়ান্টটির দাম 16,499, 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়ান্টটির দাম 17,499 এবং 8GB RAM + 128GB ভ্যারিয়ান্টটির দাম 18,499 টাকা। Horizon Blue, Polar White ও Space Black, এই ৩টি রঙের অপশানে পাওয়া যাচ্ছে ফোনটি।
এই ফোনটি গ্রাহকরা Mi.com ও Amazon থেকে কিনকে পারেন। প্রথম সেলে Bank of Baroda-র কার্ডে একহাজার টাকার Discount দেওয়া হচ্ছে। এছাড়া রয়েছে No-Cost EMI ও Exchange Offer। পেতে পারেন 16,500 পর্যন্ত এক্সচেঞ্চ ভ্যালু।
ডুয়াল সিমের এই ফোনটি Android 11 বেসড MIUI 13-তে কার্যকরী। রয়েছে 6.43-inch Full HD+ AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 90Hz। এর প্রসেসার octa-core MediaTek Helio G96।
আরও পড়ুন - শরীরে এই লক্ষণগুলি দেখছেন? বিপদ! আগে মোবাইল দূরে সরান
এই স্মার্টফোনে রয়েছে 128GB স্টোরেজের অপশান। সেটিকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ান যায়। রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেট-আপ, যার মেন লেন্স 108MP। তাছাড়াও রয়েছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স, 2MP ম্যাক্রো লেন্স ও 2MP ডেফথ সেন্সর। পাশাপাশি সামনে রয়েছে 16MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন - রানিগঞ্জে তুলকালাম! পুলিশ-ডাকাত গুলির লড়াই, জালে ৩
স্মার্টফোনটির ব্যাটারি 5000mAh, যার ফাস্ট চার্জিং সাপোর্ট 33W। তাছাড়াও রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, IR ব্লাস্টার ও 3.5mm অডিও জ্যাক।