Advertisement

টেক

WhatsApp Chat History: হোয়াটসঅ্য়াপের সব থেকে বড় সমস্যা মিটতে চলেছে, আসছে শানদার ফিচার

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 21 Jan 2022,
  • Updated 9:15 PM IST
  • 1/10

WhatsApp Chat History: দুনিয়ার সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এর বেশ কয়েকটি সমস্যা রয়েছে। এর মধ্যে একটি বড় সমস্যা হল আপনি যদি আইফোন (iPhone)-এ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন, তা হলে আপনি অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনে চ্যাট ব্যাক আপ করতে পারবেন না।

আরও পড়ুন: তেতোর অনেক গুণ, হিসেব মতো না খেলেই ভয়ঙ্কর বিপদ

আরও পড়ুন: এক চার্জেই কলকাতা থেকে গঙ্গাসাগর, কামাল মহিন্দ্রা Treo-র

  • 2/10

যদিও স্যামসং তাদের একটি স্মার্টফোনের জন্য এই ফিচার নিয়ে এসেছে। কিন্তু মানুষ তা করতে পারে না।

আরও পড়ুন: শিশুকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে নজর দিন এই ৫ দিকে, চনমনে থাকবে সন্তান

  • 3/10

রিপোর্ট অনুসারে, এবার থেকে হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ একটি বিশেষ ফিচার জুড়তে চলেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড (Android) থেকে আইফোন (iPhone)-এ চ্যাট নিয়ে যেতে পারবেন। 

আরও পড়ুন: ভারতে রোজ ২২৯ ব্যাঙ্কিং ফ্রড, ৭ বছরে উধাও ৬ লক্ষ কোটি টাকা, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত?

  • 4/10

ডব্লুবিটাইনফো (WABetainfo)-এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আইওএস (iOS)-এর হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর বিটা সংস্করণ ২২.২.৭৪ (Beta Version 22.2.74)-এ অ্যান্ড্রয়েড থেকে আইওএস (iOS)-এ চ্যাট স্থানান্তর করার জন্য একটি রেফারেন্স পাওয়া গিয়েছে। কিছু স্ক্রিনশট শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: ইকো-পার্ক-চিড়িয়াখানা ৩০, জাদুঘর ৫০, বাকি জায়গায় খরচ কেমন?

  • 5/10

এই স্ক্রিনশটে ইমপোর্ট করা বা আমদানি করা চ্যাটের ইতিহাস (Whatsapp Chat History) ফিচার দেখা যাবে। যদিও এই ফিচারটি এখনও বিটা টেস্টারদের কাছে চালু করা হয়নি। তবে শিগিগিরি এটা বিটা টেস্টারদের জন্য আসতে পারে।

 

  • 6/10

চ্যাট ইমপোর্ট বা আমদানির প্রক্রিয়া কী হবে, তা স্পষ্ট নয়। গত বছরও হোয়াটসঅ্যাপ (WhatsApp) একটি বিটা সংস্করণে আইওএস (iOS) থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট স্থানান্তর করার বৈশিষ্ট্যটি খুঁজে পেয়েছিল।

 

  • 7/10

অ্যান্ড্রয়েড (Android) থেকে আইফোন (iPhone)-এ হোয়াটসঅ্যাপ (WhatsApp) চ্যাট ইতিহাস পাঠাতে ইউএসবি টাইপ সি ট্রু লাইটনিং কেবল ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও সাপোর্টিং সফ্টঅয়্যারও প্রয়োজন হতে পারে।

 

  • 8/10

ডব্লুবিটাইনফো (WABetainfo)-এর রিপোর্ট অনুসারে, ইউজার বা ব্যবহারকারীর চ্যাট স্থানান্তর করতে তাদের স্মার্টফোনে অ্যাপল (Apple)-এর মুভ টু আইওএস (Move to iOS) অ্যাপ ইনস্টল করতে হতে পারে। এই ফিচার চালু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন আইফোন থেকে অন্য জায়গায় সুইচ করা খুব সহজ হবে।

  • 9/10

যা হোক, এই ফিচারটি কবে আসবে তার কোনও ঠিক নেই। সুতরাং আপনি যদি এখনই চ্যাট ব্যাকআপ নিতে চান, তবে আপনাকে এক্সপোর্ট চ্যাটের ওপরই নির্ভর করতে হবে। যা হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ এখন রয়েছে। 

 

  • 10/10

আপনি এক এক করে আপনার ইমেলে সমস্ত চ্যাট এক্সপোর্ট করতে পারেন। তবে ঘটনা হল এটি অন্য ফোনে রিস্টোর করা যাবে না।

আরও পড়ুন: রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন?

Advertisement
Advertisement