Advertisement

টেক

Whatsapp-এ এবার Instagram-এর ফিচার, মিলছে অ্যাপে

Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 May 2022,
  • Updated 10:05 PM IST
  • 1/6

ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp ইউজারদের আরও ভাল পরিষেবা দিতে প্রায়শই নিত্য নতুন ফিচার আনে। কিছুদিন ধরে সংস্থা Reactions ফিচারটি নিয়ে কাজ করছিল। আজ থেকে এই ফিচারটি চালু করা হল। এটি Instagram-এর ফিচারের মতোই। 

  • 2/6

এই ফিচারের ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কোনও একটি মেসেজ পাঠাতে ইমোজি থেকে রিঅ্যাক্ট করতে পারবেন। একটি রিপোর্ট অনুসারে like, love, laugh, surprise, sad ও thanks ইমোজির অপশন পাওয়া যাবে। পরে আরও ইমোজি অ্যাড করা হবে। 

  • 3/6

মেটা ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এই ফিচারটি কনফার্ম করেছে। এই বিষয়ে সংস্থার সিইও Mark Zuckerberg একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। গত মাসে জুকারবার্গ WhatsApp Communities ফিচার নিয়েও টিজ করেছিলেন। 

  • 4/6

আপাতত ৬টি রিঅ্যাকশন দেওয়া হয়েছে এবং এই নিয়ে জুকারবার্গ তাঁর স্টোরিতেও হাইলাইটও করেছেন। একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ফিউচার আপডেটে রিয়্যাকশন ফিচারে ইমোজি, জিআইএফ বা স্টিকার্স যুক্ত করা হতে পারে।

আরও পড়ুন -  গ্রীষ্মে বাড়ির ছাদে-বারান্দায় বাগানের কীভাবে পরিচর্যা?

  • 5/6

সংস্থাটি ২০১৮ সাল থেকে WhatsApp Reactions ফিচারটি নিয়ে কাজ করছে। তবে,গত বছরের তুলনায় স্টিকার রিঅ্যাকশান নিয়ে এখন বেশি কাজ হচ্ছে। আগে এটিকে Emoji Reactions, Message Reactions ও Quick Reactions বলা হত। 
 

  • 6/6

হোয়াটসঅ্যাপ একটি আপডেট ও টিজ করেছে। পাশাপাশি ফাইল সাইজ লিমিট বাড়ানোর কথা বলা হয়েছে। ইউজাররা WhatsApp এর মাধ্যমে 2GB পর্যন্ত ফাইল পাঠাতে পারবেন। এছাড়াও, সংস্থাটি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির জন্য কমিউনিটি ফিচার নিয়েও কাজ করছে।

Advertisement
Advertisement