Advertisement

ইউটিলিটি

Special Train: দীপাবলি ও ছটপুজোর মরশুমে ৪৮টি স্পেশাল ট্রেন দিল রেল

Aajtak Bangla
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 23 Oct 2025,
  • Updated 6:12 PM IST
  • 1/10

১. দীপাবলি ও ছটপুজোর মরশুমে যাত্রীদের সুবিধার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেল ৪৮টি বিশেষ ট্রেন চালাবে।

 

  • 2/10

২. অধিকাংশ ট্রেন আলিপুরদুয়ার ডিভিশনের কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহারসহ বিভিন্ন স্টেশনে দাঁড়াবে।

 

  • 3/10

৩. ছোট স্টেশনে ট্রেন থামবে ২ মিনিট, বড় স্টেশনে ৫ মিনিট। এই উদ্যোগে যাত্রীদের চাপ কমানো হবে।

 

  • 4/10

৪. অসম থেকে আলিপুরদুয়ার হয়ে বিহার রুটে এই ট্রেন চলাচল করবে।

 

  • 5/10

৫. স্টেশন চত্বরে আরপিএফ ও রেলকর্মীদের বিশেষ টিম নজর রাখবে, যাতে যাত্রী সুরক্ষা নিশ্চিত হয়।

 

  • 6/10

৬. গুরুত্বপূর্ণ ট্রেনে অতিরিক্ত স্টপ দেওয়া হবে এবং বুকিংয়ের উপর নজর রেখে প্রয়োজনে অতিরিক্ত কোচ সংযোগ করা হবে।

 

  • 7/10

৭. বড় স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কাটা লাগবে না, যাতে ভিড়ের কারণে সমস্যা না হয়।

 

  • 8/10

৮. প্রতিটি স্টেশনে সিসিটিভি নজরদারি থাকবে এবং ট্রেন পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডিআরএম জানিয়েছেন, ট্রেনে পরিচ্ছন্ন বিছানার চাদর ও বালিশের ঢাকনা থাকবে।

 

  • 9/10

৯. আলিপুরদুয়ার জংশনে দ্বিতীয় পিট লাইন তৈরি হচ্ছে। এতে আরও ট্রেন রক্ষণাবেক্ষণের সুবিধা হবে।

 

  • 10/10

১০. কোকরাঝাড়-গেলেফু রুটে ইন্দো-ভুটান রেলপথের কাজ শীঘ্রই শুরু হবে। সিকিম-রংপো রেলপথের কাজ শেষ হতে আনুমানিক দুই বছর সময় লাগবে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement