Advertisement

ইউটিলিটি

Digha Bus Services Resumed: পর্যটক টানতে দিঘা থেকে ফের চালু হল ৫২টি সরকারি, বেসরকারি বাস!

সুদীপ দে
  • 02 Jul 2021,
  • Updated 4:33 PM IST
  • 1/7

বৃহস্পতিবার বিধি শিথিল হতেই মাস দেড়েক পর পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বাস চলাচল। আর ওই দিন থেকেই চালু হল দিঘার বেশ কয়েকটি থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা।

  • 2/7

বৃহস্পতিবার দিঘা থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫২টি বাস চালু করা হয়েছে। এর ফলে গতকাল থেকেই ফের দিঘায় বেড়েছে পর্যটকের ভিড়।

  • 3/7

বৃহস্পতিবার বিধি শিথিল হতেই মোট ৫২টি সরকারি ও বেসরকারি বাসের দৌলতে দিঘার পাশাপাশি পর্যটকের ভিড় বেড়েছে শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণিতেও।

  • 4/7

বৃহস্পতিবার দিঘা থেকে মোট ১২টি এসবিএসটিসির বাস আর ৪০টি বেসরকারি বাস চলাচল শুরু করেছে। করোনা সংক্রমণ কমার ফলে গত ২৫-২৬ জুন থেকেই ভিড় বেড়েছে দিঘায়।

  • 5/7

প্রথম দিনেই ১২টি এসবিএসটিসির বাসে যাত্রী সংখ্যা ছিল নজরে পড়ার মতো! পাশাপাশি বেসরকারি বাসগুলিতেও প্রায় সবকটি আসন ভরে গিয়েছিল পর্যটকে।

  • 6/7

যাত্রীসংখ্যা আর টিকিটের চাহিদা বিচার করে আগামী সপ্তাহ থেকে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে দিঘার এসবিএসটিসি বাস ডিপো থেকে।

  • 7/7

করোনা সংক্রমণ কমার ফলে সরকারি আর বেসরকারি বাস পরিষেবার দৌলতে সাইক্লোন ইয়াস বিধ্বস্ত দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির হোটেলের ব্যবসা, পর্যটন ফের ঘুরে দাঁড়ানোর আশায় অপেক্ষা করছে।

Advertisement
Advertisement