Advertisement

ইউটিলিটি

Aajker Bazar Dar: অগ্নিমূল্য বাজারদর; চড়া দামে বিকোচ্ছে অধিকাংশ মরসুমি শাক-সবজি

Aajtak Bangla
  • 13 Apr 2023,
  • Updated 6:45 AM IST
  • 1/10

Aajker Bazar Dar: বাজার থেকে শীতের সবজি উধাও হয়েছে আগেই। সেই থেকেই ঊর্ধ্বমুখী বাজারদর! অগ্নিমূল্য অধিকাংশ মরসুমি শাক-সবজি। এদিকে দিন সাতেকে বেশ কিছুটা দাম কমেছে মুরগির মাংসের। মোটামুটি স্থিতিশীল রয়েছে মাছের দামও। চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবারের বাজারদর (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)...

  • 2/10

বৃহস্পতিবার খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ১৮-২০ টাকা কিলো (পাইকারি দাম ১৩-১৫ টাকা কিলো), চন্দ্রমুখী আলু বিকোচ্ছে ২৪-২৫ টাকা কিলো দরে (পাইকারি দাম ২০-২২ টাকা কিলো)।

  • 3/10

খুচরো বাজারে আজ পেঁয়াজের দাম ২০-২৫ টাকা কিলো (পাইকারি দাম কিলো প্রতি ১৫-১৮ টাকা), রসুন ১০০-১২০ টাকা কিলো, কাঁচালঙ্কা বিকোচ্ছে কিলো প্রতি ১০০-১২০ টাকায়, আদা কিলো প্রতি ১২০-১৫০ টাকায় বিকোচ্ছে, পাতিলেবু ২ পিস ১০ টাকা।

  • 4/10

কুমড়ো কিলো প্রতি ৪০-৫০ টাকা দরে বিকোচ্ছে, থোর ২০ টাকা পিস, পটল বিকোচ্ছে ৮০-১০০ টাকা কিলো প্রতি, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা কিলো, বাঁধাকপি বিকোচ্ছে পিস ৫০-৬০ টাকা কিলো, ফুলকপি ৩০-৩৫ টাকা পিস, টমেটো কিলো প্রতি ৪০-৫০ টাকায় বিকোচ্ছে, বেগুন ৫৫-৬০ টাকা কিলো দরে বিকোচ্ছে। 

  • 5/10

পেঁপে ৩০ টাকা কিলো, গাঁটি কচু কিলো ৫০-৬০ টাকা, চালকুমড়ো কিলো প্রতি ৫০-৬০ টাকা দরে বিকোচ্ছে, ঝিঙা বিকোচ্ছে কিলো প্রতি ৯০-১০০ টাকায়, উচ্ছে ৯০-১০০ টাকা কিলো, বরবটি ৮০ টাকা কিলো দরে বিকোচ্ছে, গাজর ৩০-৪০ টাকা কিলো।

  • 6/10

লাউ কিলো প্রতি বিকোচ্ছে ৩০-৪০ টাকায়, কুঁদরি ৪০ টাকা কিলো, মটরশুঁটি কিলো ৫০-৬০ টাকা, ধনেপাতা ৫ টাকা আঁটি (৬০-৮০ টাকা কিলো), পাট শাক ১৫-২০ টাকা আঁটি, পুঁই শাক ২০ টাকা আঁটি, লাল শাক ১৫ টাকা আঁটি।

  • 7/10

গোটা রুই মাছ কিলো প্রতি ১৫০-১৮০ টাকায় বিকোচ্ছে, কাটা রুই মাছের দাম ২০০-২২০ টাকা কিলো, গোটা কাতলা মাছ ২৫০-২৮০ টাকা কিলো দরে বিকোচ্ছে, বৃহস্পতিবার কাটা কাতলার দাম ৩২০-৩৬০ টাকা কিলো, পার্শে মাছের দাম ৩৫০-৪০০ টাকা কিলো, পাবদা মাছ ৩৬০-৪৫০ টাকা কিলো দরে বিকোচ্ছে, মাগুড় ৪৫০-৫৫০ টাকা কিলো, বোয়াল কিলো প্রতি ৪৫০-৬০০ টাকা, চিতল মাছ ৬৫০-৮০০ টাকা কিলো দরে বিকোচ্ছে।

  • 8/10

বৃহস্পতিবারের বাজারে মোটামুটি ৫০০-৭০০ গ্রামের ইলিশের দাম ৮৫০-১২০০ টাকা কিলো। আজ ৭৫০ গ্রাম থেকে ১ কিলো ওজনের ইলিশ মোটামুটি ১,৪০০-২,০০০ টাকা কিলো দরে বিকোচ্ছে।

  • 9/10

আমুদি মাছ ৮০-১০০ টাকা কিলো, তেলাপিয়া মাছ ১২০-১৮০ টাকা কিলো, ট্যাংরা মাছ বিকোচ্ছে কিলো প্রতি ১৮০-২৫০ টাকায়, ভোলা মাছের দাম ১৫০-৩০০ টাকা কিলো, মৌরোলা ৩০০-৩৫০ টাকা কিলো, ভেটকি মাছ ৪৫০-৬০০ টাকা কিলো, গলদা চিংড়ি বিকোচ্ছে ৪৫০-৬০০ টাকা কিলো দরে, বাগদা চিংড়ির দাম ৭৫০-১,০০০ টাকা কিলো। 

  • 10/10

মুরগির মাংস (গোটা) ১১৯-১২৭ টাকা কিলো দরে বিকোচ্ছে, চিকেন (কাটা) ১৮৫-১৯০ টাকা কিলো, পাঁঠা / খাসির মাংস ৬৫০-৭৮০ টাকা কিলো।

Advertisement
Advertisement